West Bengal SIR

প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম

ঘটনা প্রকাশ্যে আসতেই অধীর ক্যানিংয়ের মহকুমাশাসক মিঠুন বিশ্বাসের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁর দাবি, তাঁর একমাত্র মেয়ের নাম নবিতা মজুমদার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ০৯:১১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

এক ব্যক্তির লিখিত অভিযোগ, প্রতিবেশী এক মহিলা তাঁকে বাবা সাজিয়ে তালিকায় নাম তুলিয়েছেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পরে প্রকাশিত খসড়া তালিকায় দেখা গিয়েছ এই তথ্য। ঘটনাটি জীবনতলা থানার বেতবেড়িয়া এলাকার বিদ্যাধরীপল্লির। অভিযোগ, এলাকার বাসিন্দা গীতারানি মজুমদার প্রতিবেশী অধীরচন্দ্র মজুমদারকে বাবা সাজিয়ে এনুমারেশন ফর্মপূরণ করে জমা দিয়েছেন। সেইমতো খসড়া ভোটার তালিকায় গীতারানির বাবা হিসেবে অধীরেরনাম রয়েছে।

ঘটনা প্রকাশ্যে আসতেই অধীর ক্যানিংয়ের মহকুমাশাসক মিঠুন বিশ্বাসের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁর দাবি, তাঁর একমাত্র মেয়ের নাম নবিতা মজুমদার।

তদন্ত শুরু করেছে ক্যানিং মহকুমা প্রশাসন। অভিযোগ ওঠার পর থেকে গীতারানিকে এলাকায় দেখা যাচ্ছে না। তাঁর বাড়িতে গিয়েও খোঁজ মেলেনি।তদন্ত শুরু করেছে ক্যানিং মহকুমা প্রশাসন। এলাকার বাসিন্দাদের দাবি, বহু বছর আগে ওই মহিলা বাংলাদেশ থেকে এসে বেতবেড়িয়ার বিদ্যাধরপল্লিতে বসবাস শুরু করেন। পরে তাঁর বিয়ে হয়, মেয়ে আছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন