ঘুমন্ত যুবকের মুখে অ্যাসিড, ধৃত অভিযুক্ত

পড়শি মহিলার শ্লীলতাহানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মামলা তুলে নেওয়ার জন্য মহিলাকে চাপ দেওয়ারও অভিযোগ ওঠে। তাতে রাজি হননি মহিলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাবড়া শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ০৪:২৫
Share:

পড়শি মহিলার শ্লীলতাহানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মামলা তুলে নেওয়ার জন্য মহিলাকে চাপ দেওয়ারও অভিযোগ ওঠে। তাতে রাজি হননি মহিলা। অভিযোগ, এ বার সেই আক্রোশের জেরে মহিলার ঘুমন্ত স্বামীর মুখে অ্যাসিড মারল অভিযুক্ত ব্যক্তি।

Advertisement

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাবড়ায়। জখম অবস্থায় মহিলার স্বামীকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে মহিলা থানায় অভিযোগ করেন। সকালেই পুলিশ উষাকান্ত কর্মকার নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাকে বারাসত জেলা আদালতে হাজির করানো হলে বিচারক পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। যদিও উষাকান্ত এদিন আদালতে যাওয়ার পথে জানায়, ঘটনায় সে কোনও ভাবেই যুক্ত নয়। মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।

পুলিশ জানায়, জমিজমা নিয়ে প্রতিবেশী যুবকের পরিবারের সঙ্গে বিবাদ চলছিল উষাকান্তর। বছর তিনেক আগে মারপিটের ঘটনাও ঘটে। অভিযোগ, সে সময়ে যুবকের স্ত্রীর শ্লীলতাহানি করেছিল ওই ব্যক্তি। মহিলা থানায় অভিযোগ করেন। পুলিশ উষাকান্তকে ধরেছিল। আপাতত জামিনে মুক্ত ছিল সে।

Advertisement

রবিবার সন্ধ্যায় ওই যুবক নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। বাড়িতে কেউ ছিলেন না। স্ত্রী গিয়েছিলেন বনভোজনে। তিনি পুলিশকে জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বাড়ি ফিরে দেখেন, কাছেই উষাকান্তর এক আত্মীয় দাঁড়িয়ে। মহিলার সন্দেহ হয়। তিনি ঘরে ঢুকতে গিয়ে দেখেন, উষাকান্ত হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তাড়াহুড়োয় তার হাত থেকে কাচের বোতল পড়ে ভেঙে যায়। অভিযোগ, ঊষাকান্তের হাতে রডও ছিল। অভিযোগ, বা়ড়ির বিদ্যুৎসংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছিল অভিযুক্ত। মহিলা বলেন, ‘‘ঘর অন্ধকার ছিল। কোনও মতে দেখি, স্বামী অচৈতন্য অবস্থায় খাটে পড়ে আছেন। মুখ পুড়ে গিয়েছে। কয়েক দিন ধরেই উষাকান্ত আমাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছিল। বলেছিল, মামলা না তুলতে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারবে। ভাবতে পারিনি, সত্যিই এমন কাণ্ড ঘটাবে।’’

পুলিশ তদন্ত শুরু করেছে। কী অ্যাসিড ব্যবহার হয়েছিল, কোথা থেকে তা সংগ্রহ করা হয়েছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন