—প্রতীকী চিত্র।
সঙ্গে আছে দুই দেশের ভোটার কার্ড। আদতে তিনি বাংলাদেশের বাসিন্দা হলেও ১৬ বছর কাটিয়ে ফেলেছেন এ পার বাংলায়। ভারতে অনুপ্রবেশ এবং বসবাসের অভিযোগে এমনই এক ব্যক্তি গ্রেফতার হলেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আকবর আলি মোল্লা।
স্থানীয় সূত্রে খবর, ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালি ভান্ডারিপাড়ায় দীর্ঘ দিন ধরে বসবাস করছিলেন আকবর। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ক্যানিং থানার পুলিশ তাঁকে আটক করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বুধবার সকালে আকবরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বাংলাদেশি ভোটার কার্ড। সেখানে নাম মহম্মদ আকবর আলি গাজি। অথচ ভারতে তিনি পরিচিত ছিলেন আকবর আলি মোল্লা নামে।
পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছেন, তাঁর ‘আসল বাড়ি’ বাংলাদেশের সাতক্ষীরায়। কী ভাবে তিনি ভারতে এলেন, কী ভাবে ভারতীয় পরিচয়পত্র বানালেন এবং ভোটার তালিকায় নাম তুললেন, এ সব এখনও অজানা। ওই সব তথ্য জোগাড়ের চেষ্টা করা হচ্ছে।
বুধবার সকালে ধৃতকে আলিপুর আদালতে হাজির করানো হয়েছে। তদন্তের স্বার্থে আকবরকে পুলিশ হেফাজতে চেয়ে আবেদন করা হচ্ছে।
গত কয়েক দিন ধরে দক্ষিণ ২৪ পরগনা থেকে বেশ কয়েক জন বাংলাদেশি পাকড়াও হয়েছেন। সীমান্তবর্তী এলাকায় বিদেশিদের বেআইনি ভাবে প্রবেশ এবং দীর্ঘ দিন ধরে বৈধ নাগরিক পরিচয় নিয়ে বসবাসের ‘চক্র’ বেশ সক্রিয়। সেই কারণে এই ‘সমস্যা’ বলে জানাচ্ছে পুলিশ। তারা এ-ও জানিয়েছে, অনুপ্রবেশে সাহায্য এবং অনুপ্রবেশকারীদের আশ্রয়দানের জন্য কড়া শাস্তি দেওয়া হবে। কোনও দালালচক্র রয়েছে কি না, তারও খোঁজ চলছে।