Threat

নর্দমা কাটা ঘিরে গোলমাল, বন্দুক নিয়ে ‘হুমকি’

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে পাঁচঘরা এলাকার বাসিন্দা মিন্টু ঘরামির বাড়ির পাশে একটি নিকাশি নালা তৈরির কাজ চলছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫১
Share:

এ ভাবেই এলাকায় বন্দুক নিয়ে ঘুরছিলেন অভিযুক্ত। রবিবার। ছবি: শশাঙ্ক মণ্ডল।

নিকাশি নালা কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের গোলমালের জেরে প্রকাশ্যে বন্দুক দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে বারুইপুরের মল্লিকপুর পঞ্চায়েতের সুভাষগ্রাম পাঁচঘরা এলাকায়। অভিযুক্ত আতিয়ার রহমান মোল্লা প্রাক্তন সেনাকর্মী। পুলিশ তাঁকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে পাঁচঘরা এলাকার বাসিন্দা মিন্টু ঘরামির বাড়ির পাশে একটি নিকাশি নালা তৈরির কাজ চলছিল। অভিযোগ, প্রতিবেশী বসির ঘরামি সেই কাজে বাধা দেন। দু’পক্ষের ঝামেলা বাধে। পঞ্চায়েত সদস্য এসে তখনকার মতো সমস্যা মিটিয়ে দেন।

কিন্তু অভিযোগ, এর কিছু ক্ষণ পরেই বসিরের আত্মীয় আতিয়ার একটি বন্দুক নিয়ে এসে মন্টুকে প্রাণে মারার হুমকি দেন। প্রকাশ্যে বন্দুক নিয়ে হুমকির জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আশপাশের লোকজন জড়ো হয়ে গেলে আতিয়ার সেই বন্দুক নিয়ে বসিরের বাড়িতে ঢুকে পড়েন। এর পরে এলাকার লোকজনই পুলিশে খবর দেন। পুলিশ এসে বসিরের বাড়ি থেকে বন্দুক-সহ আতিয়ারকে আটক করে থানায় নিয়ে যায়।

তবে পুলিশ জানিয়েছে, বন্দুকটি লাইসেন্সপ্রাপ্ত। আতিয়ারের ওই বন্দুক রাখার লাইসেন্স আছে। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগও জমা পড়েনি। ফলে সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে কোনও মামলা রুজু হয়নি। আপাতত আতিয়ারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন