Barrackpore

দুর্ঘটনার জেরে বাড়িতে ঢুকে ‘নিগ্রহ’ ডাক্তারকে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কল্যাণীর জেএনএম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক সুবিকাশ বিশ্বাসের বাড়ি ওই এলাকায়। রবিবার সন্ধ্যায় গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ব্যারাকপুর শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ ০৭:২৭
Share:

প্রতীকী ছবি।

চিকিৎসকের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে মোহনপুর থানার পুলিশ। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পলতার পি এন দাস কলেজের কাছে। ধৃতের নাম রোহিত চক্রবর্তী।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কল্যাণীর জেএনএম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক সুবিকাশ বিশ্বাসের বাড়ি ওই এলাকায়। রবিবার সন্ধ্যায় গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির কাছেই রাস্তার ধারে বসা বাজারের মধ্যে দিয়ে আসার সময়ে ভিড় থাকায় আচমকা ব্রেক কষেন সুবিকাশ। সেই সময়ে পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরবাইক তাঁর গাড়িতে ধাক্কা মারে। বাইকচালক রোহিত পড়ে গিয়ে হাতে-পায়ে চোট পান। এর পরে দু’পক্ষে বচসা শুরু হয়। তবে তখনকার মতো বিষয়টি মিটেও যায়।

ওই চিকিৎসকের অভিযোগ, ‘‘আমি বাড়ি ঢোকার কিছু ক্ষণ পরেই ফের ওই মোটরবাইক চালক কয়েক জনকে নিয়ে চড়াও হন। আমার কাছে চিকিৎসার খরচ বাবদ ৫০ হাজার টাকা দাবি করেন ওঁরা। আমি জানতে চাই, সামান্য কেটে-ছড়ে যাওয়ার জন্য এত টাকা? এর পরেই গালিগালাজ করতে করতে এক জন আমার গালে সপাটে চড় মারেন।’’ ওই চিকিৎসকের চিৎকারে চলে আসেন এলাকার বাসিন্দারা। তাঁরাই পরিস্থিতি সামলান।

Advertisement

বাসিন্দাদের একাংশের বক্তব্য, একটা ছোট দুর্ঘটনা ঘিরে এত ঝামেলা অনভিপ্রেত। বিষয়টা প্রাথমিক আলোচনাতেই মিটে যাওয়া উচিত ছিল। এ দিকে, মারধরের ঘটনার পরে চলে যান জখম বাইকচালক-সহ অভিযুক্তেরা। কিছু ক্ষণের মধ্যেই মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত করে। ব্যারাকপুর কমিশনারেটের এক আধিকারিক বলেন, ‘‘প্রথমে একটি জেনারেল ডায়েরি করলেও পরে ওই চিকিৎসক এফআইআর করেন। মূল অভিযুক্ত রোহিত চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন