Bangladeshi Arrest

ফের ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ গ্রেফতার উত্তর ২৪ পরগনায়, গত চার দিনে ধৃতের সংখ্যা দাঁড়াল ৯৮!

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) ঘোষণার পর থেকেই সীমান্তে ‘অনুপ্রবেশকারী’ গ্রেফতারির সংখ্যা বেড়েছে। গত কয়েক দিনে শুধু স্বরূপনগর সীমান্ত দিয়ে বাংলাদেশ পালানোর চেষ্টার অভিযোগে ধরা পড়েন নব্বইয়ের বেশি মানুষ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৪:২০
Share:

—প্রতীকী চিত্র।

আবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার বাংলাদেশের নাগরিক। এ বার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়েন চার বাংলাদেশি। তাঁদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশুও। সোমবারই ধৃতদের আদালতে হাজির করানো হচ্ছে।

Advertisement

গত সপ্তাহে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) ঘোষণার পর থেকেই সীমান্তে ‘অনুপ্রবেশকারী’ গ্রেফতারির সংখ্যা বেড়েছে। গত কয়েক দিনে শুধু স্বরূপনগর সীমান্ত দিয়ে বাংলাদেশ পালানোর চেষ্টার অভিযোগে ধরা পড়েন নব্বইয়ের বেশি মানুষ।

পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরে ভারত-বাংলাদেশের হাকিমপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ও পারে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন চার জন। বিএসএফের চোখ এড়াতে পারেননি তাঁরা। সঙ্গে সঙ্গে চার জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন যে, বেআইনি ভাবে ভারতে ঢুকেছিলেন। আদতে বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দারা এ-ও জানান, ভারতে ঢুকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ঠিকার কাজ করেছেন। বসবাস করেছেন নানা জায়গায়। তবে এসআইআর ঘোষণার পরে বিপদে পড়তে পারেন এই ভেবে বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন।

Advertisement

বিএসএফ চার জনকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে হাজির করিয়েছে।

জানা যাচ্ছে, গত ৩১ অক্টোবর বিথারি সীমান্ত থেকে ১১ জন বাংলাদেশি গ্রেফতার হন। ১ নভেম্বর তারালি সীমান্ত এলাকা দিয়ে পালানোর সময় পাকড়াও হয়েছেন ৪৫ জন। ২ নভেম্বর, রবিবার আবার বিথারি সীমান্তে ধরা পড়েছেন ৩৮ জন। এই নিয়ে শেষ চার দিনে ৯৮ জন্য বাংলাদেশি নাগরিক গ্রেফতার হলেন শুধু স্বরূপনগর সীমান্ত থেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement