প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে বকখালির নতুন আকর্ষণ সন্ধ্যার লোকগান

বকখালিতে নতুন মনোরঞ্জনের উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দফতর। সমুদ্র সৈকতে এ বার থেকে অনুষ্ঠিত হবে লোকগান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বকখালি শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ১৬:১০
Share:

বকখালিতে নতুন মনোরঞ্জনের উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দফতর। নিজস্ব চিত্র।

রাজ্য সরকারের উদ্যোগে নতুন আকর্ষণ বকখালিতে। করোনা পরিস্থিতির আগে সপ্তাহান্তে কাছেপিঠে ভ্রমণের জন্য কলকাতা থেকে পর্যটকরা আসতেন দক্ষিণ ২৪ পরগনার বকখালির সমুদ্র সৈকতে। এখানে বিস্তৃত জলরাশি আর ঝাউ বন মন কাড়ে ভ্রমণ পিপাসুদের। এ বার করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই বকখালিতে নতুন মনোরঞ্জনের উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দফতর। সমুদ্র সৈকতে এ বার থেকে অনুষ্ঠিত হবে লোকগান।

সম্প্রতি সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পর্যটন ও তথ্য সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে সরকারি লজগুলিতে লোকগানের আসর বসবে। পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি সন্ধ্যায় পর্যটকরা যাতে লোকগান উপভোগ করতে পারেন, সে জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তথ্য সংস্কৃতি দফতর।

শনিবার এই নয়া প্রকল্পের সূচনা হয়েছে বকখালির পর্যটন দফতরের লজে। জানানো হয়েছে, এখন থেকে প্রতি সপ্তাহে ৩ দিন লজে গান গাইবেন লোক প্রসার প্রকল্পের শিল্পীরা। এ দিনের আয়োজন নিয়ে কাকদ্বীপের মহকুমা তথ্য সংস্কৃতি দফরের আধিকারিক বরুণ মণ্ডল বলেছেন, ‘‘পর্যটকদের বিনোদনের জন্যই লোকগানের ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে সুন্দরবন এলাকার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতেও এই ব্যবস্থা করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন