আগাম জামিন প্রধান শিক্ষকের

এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে সর্বশিক্ষা মিশনের টাকা তছরুপের অভিযোগ দায়ের হয়েছিল বাসন্তী থানায়। বৃহস্পতিবার হাইকোর্ট ওই শিক্ষকের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে জেলার পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে, অভিযোগ আদৌ সত্য কিনা, তা খতিয়ে দেখতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩১
Share:

এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে সর্বশিক্ষা মিশনের টাকা তছরুপের অভিযোগ দায়ের হয়েছিল বাসন্তী থানায়। বৃহস্পতিবার হাইকোর্ট ওই শিক্ষকের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে জেলার পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে, অভিযোগ আদৌ সত্য কিনা, তা খতিয়ে দেখতে।

Advertisement

বাসন্তীর সোনাখালি হাইস্কুলের প্রধান শিক্ষক জয়দেব দত্তের আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় জানান, স্কুল সংস্কার ও নতুন বাড়ির জন্য ২০১২-২০১৩ আর্থিক বর্ষে সর্বশিক্ষা মিশন ১৩ টাকা লক্ষ টাকা মঞ্জুর করে। কাজের বিবরণ দিয়ে সন্তোষ প্রকাশ করে স্কুল পরিচালন সমিতি গত বছরের ১৯ অগস্ট সর্বশিক্ষা মিশন থেকে টাকা খরচের শংসাপত্র নেওয়ার প্রস্তাব নেয়। বাসন্তীর স্কুল পরিদর্শক ও মিশনের সংশ্লিষ্ট জুনিয়র ইঞ্জিনিয়ারের কাছে সেই শংসাপত্রের জন্য আবেদন করেন জয়দেববাবু। কিন্তু কোন ভাবেই তাঁকে শংসাপত্র দেওয়া হয়নি। প্রধান শিক্ষকের দাবি, শংসাপত্রের জন্য তাঁর কাছ থেকে দেড় লক্ষ টাকা ঘুষ চাওয়া হয়। কিন্তু তা তিনি দিতে রাজি হননি। জয়ন্তনারায়ণবাবু জানান, শংসাপত্র না পেয়ে এবং ঘুষ চাওয়ার কথা জানিয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, ক্যানিংয়ের মহকুমাশাসক, বাসন্তীর বিডিও ও বাসন্তী থানায় অভিযোগ জানান তাঁর মক্কেল। সে কথা জানতে পেরে গত ২০ অগস্ট বাসন্তী থানায় পাল্টা প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি টাকা তছরুপের অভিযোগ জানান বাসন্তীর স্কুল পরিদর্শক শিশির সরকার এবং সর্বশিক্ষা মিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার সৌরভ বিশ্বাস।

সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কা করে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন জয়দেববাবু। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি অসীম রায় ও বিচারপতি মলয়মরুত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সব নথি খতিয়ে দেখে আগাম জামিনের আবেদন মঞ্জুর করেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন