ধৃতের নাম মহম্মদ আদিল। —প্রতীকী চিত্র।
টাকা বিনিয়োগ করলে দ্বিগুণ হারে ফেরত পাওয়া যাবে, এমন প্রলোভনে পা দিয়ে এক ব্যক্তি
কয়েক লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু পরে তিনি বুঝতে পারেন, প্রতারিত হয়েছেন। নিউ ব্যারাকপুর থানার পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নামে। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পারে, একটি ভুয়ো অ্যাপ তৈরি করে এই প্রতারণা চলছিল। সেই সূত্রে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস মেলে, যেখানে অভিযোগকারীর কয়েক লক্ষ টাকা ঢুকেছে। শেষে বেশ কয়েক বার অভিযান চালিয়ে সম্প্রতি উল্টোডাঙা থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ আদিল। তাকে ব্যারাকপুর আদালতে তোলা হলে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে