Police Investigation

গ্রেফতার প্রতারক

নিউ ব্যারাকপুর থানার পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নামে। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পারে, একটি ভুয়ো অ্যাপ তৈরি করে প্রতারণা চলছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ০৮:৪৩
Share:

ধৃতের নাম মহম্মদ আদিল। —প্রতীকী চিত্র।

টাকা বিনিয়োগ করলে দ্বিগুণ হারে ফেরত পাওয়া যাবে, এমন প্রলোভনে পা দিয়ে এক ব্যক্তি
কয়েক লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু পরে তিনি বুঝতে পারেন, প্রতারিত হয়েছেন। নিউ ব্যারাকপুর থানার পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নামে। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পারে, একটি ভুয়ো অ্যাপ তৈরি করে এই প্রতারণা চলছিল। সেই সূত্রে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস মেলে, যেখানে অভিযোগকারীর কয়েক লক্ষ টাকা ঢুকেছে। শেষে বেশ কয়েক বার অভিযান চালিয়ে সম্প্রতি উল্টোডাঙা থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ আদিল। তাকে ব্যারাকপুর আদালতে তোলা হলে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন