প্রতীকী ছবি
বসিরহাট মহকুমায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
সোমবার নতুন করে ২৪ জনের লালারস পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে। এই নিয়ে মহকুমায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দু’শো ছুঁই ছুঁই। গত তিন দিন আগেও সংখ্যাটি ছিল ১৭২। বসিরহাট স্বাস্থ্য জেলার আধিকারিক দেবব্রত মুখোপাধ্যায় বলেন, ‘‘প্রায় সাড়ে চার হাজার মানুষের লালারস পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে বসিরহাটে ১৯৬ জনের লালারস পরীক্ষা করোনা পজ়িটিভ মিলেছে। এঁদের মধ্যে পরিযায়ীর সংখ্যা ৯১। গত এক সপ্তাহে ১৮ জন পরিয়ায়ী শ্রমিকের করোনা ধরা পড়েছে। তবে করোনা আক্রান্তদের অর্ধেকের বেশি ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।’’ পরিযায়ী শ্রমিকদের আসা শুরু হলে মহকুমার বিভিন্ন এলাকায় কোয়রান্টিন সেন্টার করা হয়। বর্তমানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমায় এবং যাঁরা সেন্টারে ছিলেন, তাঁদের নিভৃতবাসে থাকার মেয়াদ শেষ হওয়ায় বাড়ি ফিরতে শুরু করেছেন। এর ফলে সেন্টারের সংখ্যা দিন দিন কমছে। মহকুমা স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের দাবি, করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও তা বড় আকার নিচ্ছে, এমনটা বলা যাবে না। বরং করোনা আক্রান্তদের বড় অংশের শরীরে বিশেষ কোনও উপসর্গ না থাকায় তাঁদের গৃহনিভৃতবাসে রাখা হচ্ছে। সেখানেই তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বসিরহাটের পুরাতন বাজার এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে অধিকাংশ সদস্যের করোনা পজ়িটিভ ধরা পড়ায় চিকিৎসকের পরামর্শে সকলেই গৃহনিভৃতবাসে ছিলেন। ধীরে ধীরে সকলেই সুস্থ হয়ে উঠছেন।