সিপিএম প্রার্থীর বাড়ির উঠোনে সাদা থান, ফুল

বাম আমলের পুরনো স্মৃতি ফিরে এল বনগাঁর গোপালনগর ২ পঞ্চায়েতের দক্ষিণ সুন্দরপুরে। পঞ্চায়েতের ১৩১ নম্বর আসনে সিপিএম প্রার্থী গোপাল হালদার ভোরের দিকে ঘুম চোখে উঠে ঘরের বাইরে বেরিয়ে দেখেন এই দৃশ্য।

Advertisement

সীমান্ত মৈত্র

শেষ আপডেট: ১৩ মে ২০১৮ ০১:১৫
Share:

হুমকি: ফেলে রাখা সাদা থান-ফুল। ইনসেটে, গোপাল হালদার। ছবি তুলেছেন নির্মাল্য প্রামাণিক

দরজার পাশে রাখা সাদা থান। তার মধ্যে গোঁজা রজনীগন্ধার মালা।

Advertisement

বাম আমলের পুরনো স্মৃতি ফিরে এল বনগাঁর গোপালনগর ২ পঞ্চায়েতের দক্ষিণ সুন্দরপুরে। পঞ্চায়েতের ১৩১ নম্বর আসনে সিপিএম প্রার্থী গোপাল হালদার ভোরের দিকে ঘুম চোখে উঠে ঘরের বাইরে বেরিয়ে দেখেন এই দৃশ্য।

বাম জমানায় প্রার্থীকে হুমকি দেওয়ার এ ছিল চেনা কায়দা। বাড়ির মহিলাদের ‘অকাল বৈধব্যের’ কথা মনে করিয়ে দিয়ে বার্তাটুকু ছিল, ভোটের দিন বাড়ি থেকে বেরোলে কর্তাটির সঙ্গে কী ঘটতে পারে, বুঝে নিন। সাদা থান, ফুল-মালা ছিল হাড়হিম করা খুনের হুমকি।

Advertisement

ইদানীং ধমক-চমকের কায়দা-কানুন বদলেছে। বাড়িতে চড়াও হয়ে হামলা, ঘর পোড়ানো, বোমাবাজি বা সরাসরি মারধর, খুনোখুনির ঘটনা নিরন্তর ঘটে চলেছে রাজ্যের নানা প্রান্তে। বেশির ভাগ ক্ষেত্রে অভিযোগের তির শাসক দলের দিকে। ভয় দেখাতে সাদা থান পাঠানোর রেওয়াজ এখন আর তেমন দেখা যায় না।

শনিবারের ঘটনায় অবশ্য ফিরে আসছে পুরনো স্মৃতি। সিপিএমের অভিযোগ, প্রার্থীকে ভয় দেখাতেই এই কাণ্ড করেছে তৃণমূল। প্রথম বার ভোটে দাঁড়িয়েছেন গোপাল। তিনি বলেন, ‘‘আমাকে প্রার্থিপদ তুলে নেওয়ার জন্য হুমকি দিয়েছিল তৃণমূল। তাতে কাজ হয়নি। এ বার পরোক্ষে খুনের হুমকি দিল।’’ অভিযোগ হয়েছে পুলিশের কাছে।

শাসক দলের তরফে অবশ্য অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূল নেতা সৌমেন দত্ত বলেন, ‘‘সিপিএমের পায়ের তলায় মাটি নেই। হার নিশ্চিত বুঝতে পেরে নিজেরাই থান-কাপড় ফেলে নাটক করছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement