নৈহাটিতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, অভিযোগ অস্বীকার বিজেপির

নৈহাটিতে তৃণমূলের যুব নেতাকে লক্ষ্য করে চলল গুলি। রবিবার রাতের এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নৈহাটি শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ১৫:৫১
Share:

নৈহাটির তৃণমূল যুব নেতা। নিজস্ব চিত্র।

নৈহাটিতে তৃণমূলের যুব নেতাকে লক্ষ্য করে চলল গুলি। রবিবার রাতের এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। যদিও গোটা ঘটনা অস্বীকার করেছে অভিযুক্ত বিজেপি নেতা।

Advertisement

নৈহাটি তৃণমূল কংগ্রেসের যুব নেতা তথা নৈহাটি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সনৎ দে যখন বাড়ি ফিরছিলেন তখন তাঁর উপর গুলি চালানো হয় বলে অভিযোগ। বিজেপি নেতা তন্ময় ঘোষ আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই তৃণমূলের যুব নেতা। সনৎ বলেছেন, ‘‘আমার উপর ২ রাউন্ড গুলি চালানো হয়েছে। সে সময় সেখানে পুলিশ এবং কয়েকজন সাংবাদিকও ছিলেন। গুলির আওয়াজ শুনে তাঁরা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়।’’

যদিও বিজেপি কর্মী তন্ময় ঘোষ এই অভিযোগ নস্যাৎ করেছেন। তাঁর দাবি, বিজেপি করেন বলে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তন্ময়ের পাল্টা দাবি, দোকান বন্ধ করার পর শাসক দলের বেশ কয়েকজন যুবক তাঁকে গালিগালাজ করে এবং‌ মারতে আসে।

Advertisement

আজ ঘটনাস্থলে পৌঁছলে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক বলেন, ‘‘যে ভাবে সনৎ করোনা মহামারিতে দিনের পর দিন মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষ তাঁকে ভালবাসে। তাই তাঁকে সরিয়ে ফেলার চেষ্টা করছে বিজেপি।’’

আরও পড়ুন: অধরা ফজের, কাটা তেলের কারবার চলছেই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন