BJP

BJP: দল টাকা পাঠালেও ক্ষতিপূরণ পাননি কর্মীরা, ‘দুর্নীতি’র তদন্ত চেয়ে সরব বিজেপিরই নেতা

‘আক্রান্ত’ কর্মীরা তাঁদের জন্য বরাদ্দ টাকা পাননি, তাতে আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতারই। তা নিয়েই সিবিআই তদন্ত চায় তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বনগাঁ শেষ আপডেট: ৩১ মে ২০২২ ১৮:০৫
Share:

মনস্পতি দেবের সেই পোস্ট। নিজস্ব চিত্র।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ‘ভোটপরবর্তী হিংসা’য় আক্রান্তদের জন্য আর্থিক ক্ষতিপূরণ পাঠিয়েছিলেন। কিন্তু তা হাতে পাননি দলীয় কর্মীরা। বরং তাতে আর্থিক দুর্নীতি হয়েছে। এ বার এমনই অভিযোগ তুললেন বিজেপিরই বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি মনস্পতি দেব। এর তদন্তও চেয়েছেন মনস্পতি। বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছে তৃণমূল।
সম্প্রতি মনস্পতি ফেসবুকে ৪১ জন বিজেপি কর্মীর নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং ফোন নম্বরের একটি তালিকা পোস্ট করেন। সেই সঙ্গে লেখেন, ‘এঁরা বিজেপির বনগাঁ জেলার হতভাগ্য কর্মী। ভোট পরবর্তী হিংসায় সব হারিয়েছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এঁদের জন্য ক্ষতিপূরণের টাকা এসেছিল। কিন্তু এঁরা পাননি। এখানে মোবাইল নম্বর দেওয়া আছে। যে কেউ যাচাই করতে পারেন। এই আর্থিক দুর্নীতির তদন্ত হওয়া উচিত।’

Advertisement

বিজেপির বনগাঁ জেলার প্রাক্তন সভাপতির এই পোস্ট নিয়ে বর্তমান সভাপতি রামপদ দাসের বক্তব্য, ‘‘তৎকালীন সময়ে জেলা বিজেপি সভাপতি ছিলেন মনস্পতি দেব। তৎকালীন সময়ের সহ-সভাপতি নামের তালিকা তৈরি করার দায়িত্বে ছিলেন। সেই তালিকা তৈরি করে রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হয়েছিল।’’ এ নিয়ে কেন ফেসবুক পোস্ট, সেই প্রসঙ্গে রামপদ বলেন, ‘‘কারও ব্যক্তি স্বাধীনতা নিয়ে আমি কথা বলতে পারি না।’’

প্রাক্তন জেলা সভাপতির ফেসবুক পোস্ট প্রসঙ্গে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সংক্ষিপ্ত মন্তব্য, ‘‘কারও ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করব না।’’

Advertisement

বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতা গোপাল শেঠ বলছেন, ‘‘বিজেপি যে আর্থিক দুর্নীতিতে জড়িত তার প্রমাণ এটা। এই দুর্নীতির তদন্ত হওয়া প্রয়োজন। আমরা চাই এতে সিবিআই এবং ইডি তদন্ত হোক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন