বিজেপি কর্মীদের মারধর বাসন্তীর গ্রামে

বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাসন্তীর ১০ নম্বর বড়িয়ায়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাসন্তী শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৬ ০২:১০
Share:

বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাসন্তীর ১০ নম্বর বড়িয়ায়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আমির আলি সর্দারদের সঙ্গে শাহরুখ সর্দারদের জমিতে জল তোলা নিয়ে বিবাদ চলছিল। আমির তৃণমূলের সমর্থক। শাহরুখ বিজেপি সমর্থক। অভিযোগ, এ দিন সন্ধ্যায় শাহরুখ, এজদান সর্দাররা তাদের ১১ নম্বর আমঝাড়ার বাড়ি থেকে বড়িয়া বাজারে চা খেতে গিয়েছিলেন। সে সময়ে আমির লোকজন নিয়ে তাঁদের উপরে চড়াও হয়ে মারধর করে। এই ঘটনায় বিজেপি-র ৫ কর্মী জখম হন। তাঁদের বাসন্তী ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহরুখের দাদা এজদান বলেন, ‘আমরা বিজেপি করি বলি ওরা নানা ভাবে হুমকি দেয়। এলাকায় থাকতে গেলে বিজেপি করা যাবে না বলেও হুঁশিয়ারি দেয়। এ দিন বাজারে চা খেতে গেলে ওরা পরিকল্পিত ভাবে আমাদের উপরে আক্রমণ করেছে। কয়েকজন এই ঘটনায় জখমও হয়েছেন।’’

Advertisement

বাসন্তী ব্লক তৃণমূল সভাপতি মন্টু গাজি অবশ্য দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। মিথ্যা অভিযোগ করা হচ্ছে। চায়ের দোকানে চা খাওয়ার সময়ে কোনও বচসা থেকে ঝামেলা হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন