BLO

এ বার বসিরহাট! হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি বিএলও, কাজের চাপকে দুষছে পরিবার

স্থানীয়েরা অসুস্থ বিএলও-কে প্রথমে হিঙ্গলগঞ্জ ব্লক হাসপাতালে ভর্তি করান। তার পরে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৫:৫২
Share:

(বাঁ দিকে) অসুস্থ বিএলও শঙ্কর সিংহ। মামনি সিংহ (ডান দিকে)। — নিজস্ব চিত্র।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চলাকালীন রাজ্যে অসুস্থ হয়ে পড়লেন আরও এক জন বুথ স্তরের আধিকারিক বা বিএলও। এ বার বসিরহাটে। সূত্রের খবর, শুক্রবার রাতে কাজের সময় অসুস্থ হয়ে পড়েন শঙ্কর সিংহ। তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন তিনি। পরিবারের দাবি, কাজের চাপেই এ রকম হয়েছে।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, শঙ্কর উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার বিশপুর গ্রাম পঞ্চায়েতের ৮৯ নম্বর বুথের বিএলও। শুক্রবার রাতে কাজে বেরিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শঙ্কর। স্থানীয়েরা তাঁকে উদ্ধার করে প্রথমে হিঙ্গলগঞ্জ ব্লক হাসপাতালে ভর্তি করান। তার পরে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পরিবারের দাবি, দীর্ঘ দিন ধরে কাজের চাপের মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি। এসআইআরের কাজ থেকে অব্যাহতি চাইছিলেন। শঙ্করের স্ত্রী মামনি সরকার সিংহ জানিয়েছেন, কাজের চাপ চলছিল। অনলাইনে ফর্মের তথ্য ভরতে হচ্ছিল। সেই চাপে গত শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। এখন কলকাতার এসএসকেএমে ভর্তি রয়েছেন। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement