Champahati

দেহ ফিরল বিস্ফোরণে মৃত দু’জনের

বিশ্বজিতের বাবা বাসু মণ্ডল এ দিন বলেন, “ছেলে স্কুলে যেতে চাইত না। কবে এলাকার ছেলেদের সঙ্গে কাজে ঢুকে গিয়েছিল, জানতেও পারিনি।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১০:৫১
Share:

—প্রতীকী চিত্র।

চম্পাহাটিতে বিস্ফোরণে মৃত দু’জনের দেহ ফিরল এলাকায়। বুধবার রাতে পিয়ালির খোলাঘাটার বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল ও রাহুল পুঁইয়ের দেহ ফেরে। রাতেই শেষকৃত্য হয়। গত শনিবার চম্পাহাটির হারালে বাজি কারখানায় বিস্ফোরণে চার জন জখম হন। রাতেই মৃত্যু হয় গৌরহরি গঙ্গোপাধ্যায়ের (৫৮)। পরে বিশ্বজিৎ ও রাহুলও মারা যান। রাহুল সদ্য ২০ পেরিয়েছিলেন, আর বিশ্বজিতের বয়স ১৫।

বিশ্বজিতের বাবা বাসু মণ্ডল এ দিন বলেন, “ছেলে স্কুলে যেতে চাইত না। কবে এলাকার ছেলেদের সঙ্গে কাজে ঢুকে গিয়েছিল, জানতেও পারিনি।” কারখানার মালিক ১৫ বছরের নাবালককে কী ভাবে বাজি-বারুদের কাজে নিলেন, সেই প্রশ্ন তুলছে পরিবার। বাজি ব্যবসায়ী সমিতির কাছে ক্ষতিপূরণ চেয়েছে তারা। এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ। কারখানার মালিকের খোঁজ চলছে। নিষিদ্ধ বাজি উদ্ধারে নিয়মিত তল্লাশিও চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন