Body Recovered

গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমের কাছে উদ্ধার প্রৌঢ়ের দেহ, মেলেনি পরিচয়

পুলিশ সূত্রে খবর, মৃতের বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে। তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ২০:৩৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর কোস্টাল থানার অন্তর্গত এলাকা থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে কপিলমুনির আশ্রমের অদূরে মধ্যপাড়া খটি সমিতির সামনের রাস্তায় দেহটি পড়ে থাকতে দেখেন কয়েক জন স্থানীয় বাসিন্দা। তাঁরা খবর দেন পুলিশকে। দেহটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে। তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ মনে করছেন, মৃত ব্যক্তি অন্য কোনও জায়গা থেকে এসেছিলেন গঙ্গাসাগরে। সেখানে অসুস্থ হয়ে মারা গিয়েছেন তিনি। যদিও পুলিশের তরফে এখনও কিছু নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি।

খবর প্রকাশ পাওয়ার পরে অনেকেই দেহ দেখতে ভিড় জমান। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মৃতের পরিচয় খোঁজার চেষ্টা করছে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement