ভাল থাকুন প্রবীণেরা, উদ্যোগী বনগাঁ পুরসভা

আগে স্বাস্থ্য, পরে পুজো। দুর্গাপুজোর আগে বনগাঁ পুর এলাকায় বসবাসকারী ষাটোর্ধ্ব মানুষদের বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করল বনগাঁ পুরসভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বনগাঁ শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪৩
Share:

আগে স্বাস্থ্য, পরে পুজো।

Advertisement

দুর্গাপুজোর আগে বনগাঁ পুর এলাকায় বসবাসকারী ষাটোর্ধ্ব মানুষদের বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করল বনগাঁ পুরসভা।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকে ওই কর্মসূচি শুরু হয়েছে। রবিবার পুরসভার স্বাস্থ্যকেন্দ্র ‘স্বাস্থ্যদীপ’-এ এই পরিষেবার উদ্বোধন হয়। সেখানে প্রায় দেড়শো জন প্রবীণের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পুরসভার এক কর্তা জানান, এক সঙ্গে তিনটি করে ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে কোনও কেন্দ্রীয় জায়গায় শিবিরটি চলবে। ফলে প্রবীণ ব্যক্তিরা ঘরের কাছেই বিনামূল্যে চিকিৎসক দেখানোর সুযোগ পাবেন।

Advertisement

স্বাস্থ্যদীপে এসেছিলেন বৃদ্ধ বিনয় বিশ্বাস। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। তিনি জানান, ‘‘স্বাস্থ্য শিবিরে চিকিৎসকদের দেখানোর পরে পুরসভার পক্ষ থেকে কয়েকটি পরীক্ষা করানোর ব্যবস্থা করা হয়েছে। সবটাই বিনামূল্য।’’

চিকিৎসকদের তালিকায় রয়েছেন বনগাঁ মহকুমা হাসপাতালের চিকিৎসক গোপাল পোদ্দার। তিনি জানান, স্বাস্থ্য শিবিরগুলিতে প্রবীণ ব্যক্তিরা সব রকম স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে পাচ্ছেন। পুরপ্রধান শঙ্কর আঢ্য বলেন, ‘‘শুধু স্বাস্থ্য পরীক্ষাই নয়, পুরসভার নিজস্ব তহবিল থেকে তাঁদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষাও করানো হচ্ছে বিনামূল্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন