টুকরো খবর

তৃণমূল নেতার বাড়িতে হামলার মিথ্যা অভিযোগ আনা হয়েছে আরশাদ গাজির বিরুদ্ধে এই দাবি তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল তৃণমূলের কর্মী-সমর্থক। আরশাদকেই রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে গাছে বেঁধে মারধর করা হয়েছে বলেও বিক্ষোভকারীদের অভিযোগ।

Advertisement
শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৫ ০১:৩৬
Share:

গ্রেফতারের জেরে পথ অবরোধ মিনাখাঁয়
নিজস্ব সংবাদদাতা • মিনাখাঁ

Advertisement

তৃণমূল নেতার বাড়িতে হামলার মিথ্যা অভিযোগ আনা হয়েছে আরশাদ গাজির বিরুদ্ধে এই দাবি তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল তৃণমূলের কর্মী-সমর্থক। আরশাদকেই রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে গাছে বেঁধে মারধর করা হয়েছে বলেও বিক্ষোভকারীদের অভিযোগ। রবিবার মিনাখাঁর বকচোরা বাজারে অবরোধের জেরে চৈতল রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। শেষে পুলিশ গিয়ে ঘটনা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা ১২টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। গত বুধবার রাতে চাপালি গ্রামের বাসিন্দা তৃণমূল নেতা আইজুল গাজির বাড়িতে গুলি ছুড়ে হামলা চালানোর অভিযোগে আরশাদকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আরশাদ-সহ ৬ জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করা হয়। আরশাদের তরফে আবার আইজুল গাজি-সহ ১২ জনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলা হয়, আরশাদকে খুনের উদ্দেশে মারধর করা হয়। অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করছে না, এই অভিযোগে রবিবার বেলা ১০টা নাগাদ আরশাদের পক্ষের লোকজন পথ অবরোধ করে। চাপালি পঞ্চায়েতে তৃণমূল উপপ্রধান আব্দুল হামিদ মোল্লা বলেন, “অন্যায় ভাবে মারধর করা হয়েছে আরশাদকে। আরশাদ-সহ ক’জনের নামে পুলিশের কাছে হামলার মিথ্যা অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা ধরা না পড়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

Advertisement

ট্রেনের ধাক্কায় প্রৌঢ়ের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • গোবরডাঙা

ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ-শিয়ালদহ শাখার গোবরডাঙা রেল স্টেশনের কাছে শিববাড়ি এলাকায়। রেল পুলিশ জানিয়েছে, মৃতের নাম ভোলানাথ ভট্টাচার্য (৭০)। বাড়ি স্থানীয় সমাদ্দার পাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোলানাথবাবু রেলের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। এলাকায় ভাল ফুটবলার হিসাবে তাঁর পরিচিতি ছিল। তিনি ফুটবলের কোচিংও করাতেন। মাস কয়েক আগে তিনি ক্যানসারে আক্রান্ত হন। প্রতিবেশীরা জানিয়েছেন, তারপর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। মধ্যে আত্মহত্যার প্রবণতাও দেখা দিয়েছিল বলে তাঁর পরিচিতেরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন সকালে বাড়ি থেকে প্রায় আটশো মিটার দুরে শিববাড়ি এলাকায় রেল লাইনের পাশে তাঁকে মোবাইলে কথা বলতে দেখা গিয়েছিল। পরিচিত এক জন তাঁকে সরে দাঁড়াতে বললে তিনি উত্তর করেন, মোবাইলে ঠিক মতো টাওয়ার পাওয়া যাচ্ছে না বলেই সেখানে দাঁড়িয়ে কথা বলছেন। কিছু ক্ষণের মধ্যেই শিয়ালদহ থেকে বনগাঁগামী একটি ট্রেন তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলানাথবাবুর। এটি আত্মহত্যা কিনা, তা খতিয়ে দেখছে রেল পুলিশ। দেহটি ময়না-তদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রাণের আরাম...। বনগাঁয় তোলা ছবি।

রানাঘাট কাণ্ডের প্রতিবাদে বাসন্তীর ক্যাথলিক
এবং সিএনআই চার্চের উদ্যোগে মৌন মিছিল। ছবি: সামসুল হুদা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement