টুকরো খবর

তারকেশ্বরের শিবের মাথায় জল ঢালতে যাওয়া পূণ্যার্থীদের পকেট থেকে চুরি করা ৫১টি মোবাইল, এটিএম কার্ড, নগদ টাকা উদ্ধার করল পুলিশ। দুই দুষ্কৃতীকে গ্রেফতারও করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে তাদের মোটরবাইকটি। পুলিশ জানায়, সোমবার বিকেলে ডায়মন্ড হারবারের স্টেশন মোড় থেকে ফলতার মল্লিকপুর নায়ানবেড়িয়া গ্রামের অজিত শেখ ও আলমগির শেখ নামে দুই যুবককে ধরা হয়।

Advertisement
শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৪ ০১:৫৭
Share:

চোরাই মোবাইল উদ্ধার, গ্রেফতার ২

Advertisement

নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার

উদ্ধার হওয়া মোবাইল।—নিজস্ব চিত্র।

Advertisement

তারকেশ্বরের শিবের মাথায় জল ঢালতে যাওয়া পূণ্যার্থীদের পকেট থেকে চুরি করা ৫১টি মোবাইল, এটিএম কার্ড, নগদ টাকা উদ্ধার করল পুলিশ। দুই দুষ্কৃতীকে গ্রেফতারও করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে তাদের মোটরবাইকটি। পুলিশ জানায়, সোমবার বিকেলে ডায়মন্ড হারবারের স্টেশন মোড় থেকে ফলতার মল্লিকপুর নায়ানবেড়িয়া গ্রামের অজিত শেখ ও আলমগির শেখ নামে দুই যুবককে ধরা হয়। তাদের কাছ থেকেই উদ্ধার হয় মোবাইল ফোনগুলি। ধৃতদের আজ, মঙ্গলবার আদালতে তোলা হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেল সাড়ে ৪টে নাগাদ ওই দুই দুষ্কৃতী মোটরবাইকে চেপে ডায়মন্ড হারবার স্টেশন মোড়ের দিকে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের আটকায়। কাপড়ের ব্যাগ থেকে মেলে ফোনগুলি। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে, বছর দু’য়েক ধরে তারা বিভিন্ন মেলায় মেলায় ঘুরে মোবাইল ফোন ও টাকা পকেটমারি করত। ডায়মন্ড হারবারের এসডিপিও রূপান্তর সেনগুপ্ত জানান, চোরাই মোবাইল কোথায় বিক্রি করত দুষ্কৃতী, তা খোঁজ করে দেখা হচ্ছে।

ছেলে খাঁচায় বন্দি, গ্রেফতার সৎ মা

নিজস্ব সংবাদদাতা • হাবরা

প্রতিবন্ধী ছেলেকে খাঁচায় আটকে রাখার অপরাধে সৎ মা রাবিয়া বিবিকে গ্রেফতার করল পুলিশ। হাবরা থানার বেড়গুম ২ পঞ্চায়েতের পেয়ারাতলা এলাকায় নিজের বাড়ির উঠোনে খোলা আকাশের নীচে বাঁশের তৈরি একটি খাঁচায় বছর বারোর শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শামিমকে আটকে রাখার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ছেলেটিকে উদ্ধার করে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। শামিমের বাবা রেজ্জাক কর্মসূত্রে মুম্বইতে থাকেন। তিনি ঘটনাটি জানতেন না বলে দাবি করেন।

চুরি অব্যাহত বসিরহাটে

নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

ফের চুরির ঘটনা ঘটলো এ বার বসিরহাটের কলেজপাড়ার ভবানীপুরে। শনিবার রাতে ফার্নিচার ব্যবসায়ী প্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা কয়েক লাখ টাকা মূল্যের অলঙ্কার এবং নগদ টাকা নিয়ে পালায়। পুলিশের কাছে দায়ের অভিযোগে ব্যবসায়ী জানান, তাঁর বাড়ি থেকে নগদ ৭০ হাজার টাকা এবং ৮ ভরি সোনার অলঙ্কার-সহ অন্যান্য জিনিসপত্র খোয়া গিয়েছে।

লরির ধাক্কায় মৃত ১

সাইকেলে বাড়ির পথে যাওয়ার সময়ে লরির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। পুলিশ জানায়, মৃত ইয়াকুব মণ্ডলের (৬০) বাড়ি বসিরহাটের মধ্যমপুরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement