টুকরো খবর

এক মিষ্টি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। বুধবার সকালে মালিদা বাজার এলাকা থেকে ধৃতের নাম সামু মোল্লা। বাড়ি ওই এলাকাতেই।

Advertisement
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৪ ০০:৪৩
Share:

বাগদায় ব্যবসায়ীকে অপহরণ, গ্রেফতার ১

Advertisement

এক মিষ্টি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। বুধবার সকালে মালিদা বাজার এলাকা থেকে ধৃতের নাম সামু মোল্লা। বাড়ি ওই এলাকাতেই। এ দিন তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাগদা থানার কুরুলিয়া ঘোষপাড়ার বাসিন্দা প্রকাশ ঘোষ নামে ওই ব্যবসায়ীকে রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ স্থানীয় রামনগর বাজার থেকে কয়েকজন দুষ্কৃতী অপহরণ করে বলে অভিযোগ। রামনগর বাজারেই প্রকাশবাবুর মিষ্টির দোকান। তাঁর পরিবারের তরফে সোমবার সকালে বাগদা থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। ফোন করে অপহরণকারীরা ১১ লক্ষ টাকা মুক্তিপণও চেয়েছিল বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানান। অভিযোগ পাওয়ার পর অপহরণকারীদের মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ বিভিন্ন এলাকায় হানা দেয়। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে প্রকাশবাবুকে অপহরণকারীরা ছেড়ে দিলে তিনি রাত ন’টা নাগাদ বাড়ি ফিরে আসেন। একটি অপহরণের মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

যুবকের দেহ উদ্ধার

জলা জমি থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার ছোট জিরাফপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ইন্দ্রজিৎ দাস (৩২)। বাড়ি ওই এলাকার ধোপাপাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধুপ ব্যবসায়ীর ছেলে ইন্দ্রজিৎ কুসঙ্গে পড়ে ছোট থেকেই মাদকের নেশায় আশক্ত ছিলেন। কিন্তু বিয়ের পর থেকে সে ওই নেশা ছেড়ে রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ শুরু করেন। মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ স্কুলপাড়ার মাঠে একটি অনুষ্ঠান দেখতে বেরিয়ে নিখোঁজ হয় সে। এ দিন সকালে সেখানকার একটি মাঠে জলকাদার মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ইন্দ্রজিতকে। তার গলায় এবং নিম্নাঙ্গে কাটার দাগ মিলেছে। মৃতদেহের পাশ থেকে মদের বোতল এবং হেরাইন খাওয়ার রাংতা কাগজ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে। দেহটি ময়নাম তদন্তে পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এ দিন তাঁর সঙ্গে কে কে ছিল সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

রেল লাইনে ছাত্রের দেহ

রেল লাইনের ধার থেকে এক কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার কুপার্স ক্যাম্প রেল স্টেশনের কাছে। মৃতের নাম সুবীর দাস (১৯)। তাঁর বাড়ি কুপার্স নোটিফায়েডের ৩ নম্বর ওয়ার্ডের ছোট বটতলায়। বগুলা শ্রীকৃষ্ণ কলেজের বি এ প্রথম বর্ষের ছাত্র সুবীর। রেলে কাটা পড়েই এই মৃত্যু বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছে পুলিশ। কুপার্স নোটিফায়েডের পুরপ্রধান শিবু বাইন বলেন, “সুবীর ভাল ছেলে বলে পরিচিত। আত্মঘাতী হল কেন বুঝতে পারছি না।”

শিশুদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিশ্ব শিশু নির্যাতন বিরোধী দিবস
পালন করল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের
সীমান্তবর্তী আমুদিয়া গ্রাম থেকে শোভাযাত্রা নিত্যানন্দকাটি গ্রামে যায়। সেখানে শিশুদের
পক্ষে বিএসএফের ১৫২ নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুব্রত চক্রবর্তীকে গোলাপ
দিয়ে সংবর্ধনা জানানো হয়। নিত্যানন্দকাটি কেন্দ্রীয় জাতীয় শিশুকল্যাণ শ্রমিক
বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের মধ্যে ছবি আঁকা, নাচ, গান, কবিতা,
খেলা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ছবি: নির্মল বসু।

হঠাৎই কুয়াশা। ডায়মন্ড হারবারে দিলীপ নস্করের তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন