টুকরো খবর

বধূকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তাঁর স্বামী, শাশুড়ি এবং ননদের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং জীবনতলা থানার হেতিয়ার চরপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম মাসুরা সর্দার (৩২)। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এগারো বছর আগে এই এলাকার কালিকাতলার দেওয়ান পাড়ার বাসিন্দা আক্কাজ আলি মোল্লার মেয়ে মাসুরার বিয়ে হয় আজিম আলি সর্দারের সঙ্গে।

Advertisement
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৪ ০০:৪০
Share:

বধূকে পিটিয়ে খুনের নালিশ ক্যানিংয়ে

Advertisement

নিজস্ব সংবাদদাতা • ক্যানিং

বধূকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তাঁর স্বামী, শাশুড়ি এবং ননদের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং জীবনতলা থানার হেতিয়ার চরপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম মাসুরা সর্দার (৩২)। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এগারো বছর আগে এই এলাকার কালিকাতলার দেওয়ান পাড়ার বাসিন্দা আক্কাজ আলি মোল্লার মেয়ে মাসুরার বিয়ে হয় আজিম আলি সর্দারের সঙ্গে। ওই দম্পতির দুই ছেলে-মেয়ে। পেশায় কৃষক আজিমের সঙ্গে বিয়ের পর থেকেই ঠিকমতো বনিবনা হচ্ছিল না মাসুরার। অভিযোগ, বিয়ের সময় ৫০ হাজার টাকা নগদ, সাইকেল এবং কিছু গয়না নিয়েছিল আজিম। কিন্তু তারপরেও অতিরিক্ত পণের দাবিতে প্রায়শই আজিম মাসুরাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। সোমবারও মারধর করা হলে মাসুরা বাবাকে ফোনে সব ঘটনা জানায়। বাড়িও চলে যেতে চায়। কিন্তু তাঁর ননদ তাঁকে সে দিন বাড়ি যেতে দেয়নি বলে অভিযোগ। ওই রাতেই মারা যান মাসুরা। অভিযোগ, তাঁকে পিটিয়ে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মেয়ের শ্বশুরবাড়ি থেকে অবশ্য মাসুরার বাবাকে টেলিফোনে জানানো হয়, মেয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। আক্কাজ বলেন, “দাবিমতো পণ দেওয়া সত্ত্বেও মেয়েটিকে ওদের হাতে মরতে হল।” গৃহবধূর বাবার অভিযোগের ভিত্তিতে তাঁর ননদ সাকিরণ বিবি ও ভাগ্নী হামিদা খাতুনকে গ্রেফতার করে পুলিশ। ওই বধূর স্বামী এবং শাশুড়ি পলাতক। পুলিশ দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে।

Advertisement

অনাস্থায় অপসারিত পঞ্চায়েতের প্রধান

নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

তৃণমূলের আনা অনাস্থায় অপসারিত হলেন পঞ্চায়েতের সিপিএমের প্রধান। স্বরূপনগর ব্লকের বিথারি-হাকিমপুর পঞ্চায়েতের ঘটনা। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্বরূপনগর ব্লকের বিথারি-হাকিমপুর পঞ্চায়েতে ২৬টি আসন। গত ২০১৩ পঞ্চায়েতের নির্বাচনে সিপিএম ১৩টি, সিপিআই ৩টি, তৃণমূল ৯টি এবং কংগ্রেস ১টি আসন পায়। বামেরা পঞ্চায়েত গঠন করে। প্রধান হন সিপিএমের তুহিনা সর্দার। উপপ্রধান হন সিপিআইয়ের মনোরঞ্জন বিশ্বাস। গত কয়েক মাস আগে প্রধানের কাজের বিরুদ্ধে অভিযোগ তুলে সিপিএমের ৩ জন, সিপিআইয়ের ১ জন এবং কংগ্রেসের ১ জন সদস্য যোগ দেন তৃণমূলে। সিপিএমের প্রধানের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ আনেন ১৪ জন সদস্য। এ দিন ভোটাভুটির কথা ছিল। কিন্তু বাম সদস্যেরা পঞ্চায়েতে না আসায় ১৪-০ ব্যবধানে সিপিএমের প্রধান অপসারিত হন। বাম নেতা হামালউদ্দিন আহমেদ বলেন, “টাকা দিয়ে, হুমকি দিয়ে আমাদের দলের চার জনকে তৃণমূল দলে টেনেছে।” তৃণমূল নেতা রমেন সর্দার বলেন, “মানুষের উন্নয়ন করতেই বামপন্থীরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন।”

খেজুর রস জ্বাল দেওয়া হচ্ছে বসিরহাটের গ্রামে। নির্মল বসুর তোলা ছবি।

বসিরহাটের হাড়োয়া নদীতে দু’সপ্তাহ ধরে কলার ভেলায় মশারির মধ্যে বছর তেরোর
সাপে কাটা এক কিশোরীর দেহ শোয়ানো রয়েছে। কেন্দ্রীয় সরকারের ‘স্বচ্ছ ভারত অভিযান’
এবং ‘ক্লিন গঙ্গা’ প্রকল্প নিয়ে পরিচ্ছন্নতা কর্মসূচির জোয়ার পড়লেও কিশোরীর
পচাগলা সৎকারে কেউই উদ্যোগী নন। —নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন