টুকরো খবর

ভরা প্ল্যাটফর্মের মধ্যে প্রেমিকাকে ছুরি মারার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে। পুলিশ জানায় ধৃতের নাম সৌরভ দাস। জখম তরুণীকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে। সেখান থেকে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তরুণীর বাড়ি নামখানার দক্ষিণ চন্দ্রনগর গ্রামে। তিনি কাকদ্বীপ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তাঁর সঙ্গে বছর খানেক ধরে ঘনিষ্ঠতা গড়ে ওঠে ওই এলাকার মদনগঞ্জ গ্রামের যুবক সৌরভের।

Advertisement
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৪ ০০:১৭
Share:

প্রেমিকাকে ছুরি মেরে ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ

Advertisement

ভরা প্ল্যাটফর্মের মধ্যে প্রেমিকাকে ছুরি মারার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে। পুলিশ জানায় ধৃতের নাম সৌরভ দাস। জখম তরুণীকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে। সেখান থেকে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তরুণীর বাড়ি নামখানার দক্ষিণ চন্দ্রনগর গ্রামে। তিনি কাকদ্বীপ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তাঁর সঙ্গে বছর খানেক ধরে ঘনিষ্ঠতা গড়ে ওঠে ওই এলাকার মদনগঞ্জ গ্রামের যুবক সৌরভের। বছর পঁচিশের সৌরভ কেরলে একটি হোটেলে শ্রমিকের কাজ করেন। দিন কয়েক আগে তিনি বাড়ি ফিরেছেন। এ দিন সকালে ওই তরুণী কোচিংয়ে যাবেন বলে বের হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টা নাগাদ কাকদ্বীপ স্টেশনে সৌরভের সঙ্গে কথা বলছিলেন তিনি। হঠাত্‌ই সৌরভ পকেট থেকে ছুরি বার করে তরুণীর বুকে ও পেটে আঘাত করেন। স্টেশনের যাত্রীরা রক্তাক্ত তরুণীকে হাসপাতালে নিয়ে যান। যুবককে ছুরি-সহ কাকদ্বীপ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। খুনের চেষ্টার মামলা রুজু করে রেল পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

দুঘর্টনায় মৃত্যু

ট্রাকের চাকায় চাপা পড়ে মৃত্যু হল পেট্রাপোল বন্দরের এক শ্রমিকের। শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বনগাঁর পেট্রাপোলের যশোহর রোডে। নিখিল কর্মকার নামে ওই ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে এদিন কর্মবিরতি পালন করেন বন্দরের কর্মী ও প্রতিনিধিরা। তার জেরে এ দিন দিনভর পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে পণ্য রফতানি ও আমদানির কাজ বন্ধ থাকে।

মন্দিরে চুরি

একটি মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদে বাসন্তী হাইওয়ের জীবনতলা থানার চড়াবিদ্যা ঘাটালপাড়া অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। শুক্রবার রাতে ওই মন্দিরে চুরি হয়। শনিবার সকাল সাড়ে আটটা থেকে প্রায় ১ ঘণ্টা এই অবরোধ চলে। পরে পুলিশ গিয়ে দুষ্কৃতীদের গ্রেফতার এবং মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা করার আশ্বাস দিলে অবরোধ ওঠে।

জখম ৪ পুলিশ

একটি জমিতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিবাদের জেরে ছ’ঘন্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন এক গোষ্ঠীর মানুষ। শনিবার উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার চালকী এলাকার ঘটনা। সকাল ন’টা থেকে ওই এলাকায় বনগাঁ-চাকদহ রাজ্য সড়ক অবরোধ শুরু হয়। দুপুর তিনটে নাগাদ প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে। তারপর ওই জমি মাপার কাজ চলার সময় দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাধে। এরপর হঠাৎই পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। ইটের ঘায়ে ৪ পুলিশকর্মী জখম হন।


সাগর মেলার আর বেশি দিন বাকি নেই। চলছে কপিল মুনির মন্দির সংস্কারের কাজ। ছবি: শিবনাথ মাইতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন