Fire in Bankura Medical College

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে আগুন! আতঙ্ক ছড়াল রোগী এবং পরিজনদের মধ্যে, ঘটনাস্থলে দমকল

রবিবার ভোর ৪টে নাগাদ ইউপিএস রুমে আগুন দেখেন রোগীর আত্মীয়েরা। দমকলে খবর দেওয়া হলে কিছু ক্ষণ পরে দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১২:০৪
Share:

হাসপাতালের ইউপিএস রুমেই আগুন। —নিজস্ব ছবি।

আবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ড! রবিবার ভোরে বাঁকুড়া হাসপাতালের ইউপিএস রুমে আগুন দেখতে পান রোগীর আত্মীয়েরা। খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে যায় দমকল। অনুমান করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড।

Advertisement

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি ব্লকে বিদ্যুতের সংযোগ অব্যাহত রাখার জন্য পৃথক ইউপিএস রুম রয়েছে। ওই ঘরে বিপুল সংখ্যক ব্যাটারির সাহায্যে হাসপাতালের সর্বত্র বিদ্যুৎ সরবরাহ করা হয়।

রবিবার ভোর ৪টে নাগাদ ইউপিএস রুমেই আগুন দেখেন রোগীর আত্মীয়েরা। দমকলে খবর দেওয়া হলে কিছু ক্ষণ পরে দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। খবর পেয়ে হাসপাতালের সংশ্লিষ্ট জায়গায় ছুটে যান হাসপাতালের কর্মীরা। সকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ইউপিএস রুমে অগ্নিকাণ্ডের কথা জানিয়ে হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখতে স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে অনুরোধ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু বলেন, ‘‘যে ব্যটারিগুলির সাহায্যে হাসপাতালের সুপার স্পেশ্যালিটি ব্লকে বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখা হয়, তার মধ্যে অনেকগুলি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা যাতে অব্যাহত থাকে, সে জন্য বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement