টুকরো খবর

সীমান্তরক্ষীকে মারধরের অভিযোগে এক মহিলা-সহ ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে স্বরূপনগর সীমান্তের আরশিকারি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত ৮টা নাগাদ সীমান্ত-লাগোয়া পদ্মবিলা গ্রামের ওই ৪ জন আরশিকারির উপর দিয়ে যাচ্ছিলেন নিত্যানন্দকাটি গ্রামে।

Advertisement
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৪ ০০:৪৩
Share:

জওয়ানকে মারধরে গ্রেফতার ৪
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

Advertisement

সীমান্তরক্ষীকে মারধরের অভিযোগে এক মহিলা-সহ ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে স্বরূপনগর সীমান্তের আরশিকারি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত ৮টা নাগাদ সীমান্ত-লাগোয়া পদ্মবিলা গ্রামের ওই ৪ জন আরশিকারির উপর দিয়ে যাচ্ছিলেন নিত্যানন্দকাটি গ্রামে। সে সময়ে ১৫২ নম্বর ব্যাটালিয়ানের এক জওয়ান তাদের পরিচয়পত্র দেখতে চান। রাতের বেলায় সীমান্ত লাগোয়া এলাকাতে যাওয়া আসা করতে গেল সঙ্গে পরিচয়পত্র রাখার নিয়ম রয়েছে। ওই ৪ জনের কাছে পরিচয়পত্র না থাকায় তাদের বাধা দেয় ওই জওয়ান। দু’পক্ষের মধ্যে বচসা বাধে। শুরু হয় হাতাহাতি। বিএসএফের অভিযোগ, কথা কাটাকাটির সময়ে আচমকা ওই জওয়ানের মাথায় লোহার রড জাতীয় কিছু একটা দিয়ে আঘাত করা হয়। জওয়ানের চিত্‌কারে তার সঙ্গীরা দৌড়ে এসে অভিযুক্তদের ধরে। রাতেই ওই জওয়ানকে স্থানীয় শাঁড়াপুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই পুলিশ ওই চারজনকে গ্রেফতার করে। এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে অভিযুক্তেরা।

Advertisement

যুবকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • উস্তি

মাঠের ধার থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উস্তির বলরামপুর গ্রামের কাছে। পুলিশ জানায়, এ দিন সকালে স্থানীয় বাসিন্দারা ওই ক্ষত-বিক্ষত দেহ দেখতে পেলে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতাল মর্গে পাঠায়। তারা জানিয়েছে, বছর তিরিশের ওই যুবকের দেহে ধারালো অস্ত্রের আঘাত মিলেছে। একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

দিনান্তের শেষ সূর্য। বসিরহাটে তোলা।

পথের ধারে সুরের কারবার। ছবি: সজল চট্টোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন