মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি

এক ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে ভর সন্ধ্যায় ডাকাতির ঘটনা ঘটল দেগঙ্গার বেড়াচাঁপার অম্বিকানগর মাঠপাড়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দেগঙ্গা শেষ আপডেট: ০২ জুলাই ২০১৬ ০৩:১৮
Share:

ডাকাতির পরে। নিজস্ব চিত্র।

এক ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে ভর সন্ধ্যায় ডাকাতির ঘটনা ঘটল দেগঙ্গার বেড়াচাঁপার অম্বিকানগর মাঠপাড়ায়।

Advertisement

সম্প্রতি ওই এলাকায় কয়েকটি চুরির ঘটনা ঘটলেও এখনও সেগুলির কিনারা হয়নি। তারপর ফের ভর সন্ধ্যায় ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সাত দিনের মধ্যে ডাকাতির কিনারা করতে না পারলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাবে বলে জানিয়েছেন এলাকাবাসীরা।

স্থানীয় সুত্রে খবর বৃহস্পতিবার পৌনে ৮টা নাগাদ ওষুধ ব্যবসায়ী শ্যামল দাস তাঁর বাড়িতে স্ত্রী এবং ভাইঝির সঙ্গে কথা বলছিলেন। বারান্দার গ্রিলের দরজায় তালা ছিল না। সেই সময় দু’জন দুষ্কৃতী বন্দুক ও বোমা নিয়ে ব্যবসায়ীর ঘরে ঢুকে পড়ে। শ্যামলবাবুর মাথায় বন্দুক ঠেকিয়ে আলমারি থেকে কয়েক হাজার টাকা ও সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেয়।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয় বাসিন্দারা পুলিশকে দেখে ক্ষোভ উগড়ে দেয়। স্থানীয় বাসিন্দা অমর শেঠ জানান, এক বছর ধরে বেড়াচাঁপার অম্বিকানগর এলাকায় বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটছে। দিন কয়েক আগে এক পুলিশ কর্তার বাড়িতেও চুরি হয়। কিন্তু আজ পর্যন্ত কেউ ধরা পড়েনি। এলাকায় বহিরাগতদের মদ, জুয়ার আসর বসে বলেও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন