দুই জেলায় তিন পঞ্চায়েতে অনাস্থা

কোথাও নিজের দলের প্রধানের বিরুদ্ধে, আবার কোথাও সিপিএম প্রধানের বিরুদ্ধে। দুই ২৪ পরগনার পঞ্চায়েত স্তরে অনাস্থা এনেই চলেছে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাগদা ও হাসনাবাদ শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০১:৩১
Share:

কোথাও নিজের দলের প্রধানের বিরুদ্ধে, আবার কোথাও সিপিএম প্রধানের বিরুদ্ধে। দুই ২৪ পরগনার পঞ্চায়েত স্তরে অনাস্থা এনেই চলেছে তৃণমূল।

Advertisement

তৃণমূল পরিচালিত বাগদা ব্লকের সিন্দ্রাণী পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে সোমবার অনাস্থা আনলেন দলেরই সদস্যেরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই পঞ্চায়েতে মোট ২৫ জন সদস্য। তাঁদের মধ্যে মোট ১৯ জন পঞ্চায়েত সদস্য এ দিন লিখিত ভাবে প্রধান মিতা বালার বিরুদ্ধে অনাস্থা এনে বিডিও মালবিকা খাটুয়ার কাছে চিঠি দিয়েছেন। ওই ১৯ জনের মধ্যে উপ প্রধান আনন্দ অধিকারী-সহ তৃণমূলের ১৫ জন, ৩ জন নির্দল এবং ১ জন সিপিএম সদস্য রয়েছেন। বিডিও জানিয়েছেন, পাঁচ দিনের মধ্যে ওই বিষয়ে নোটিস জারি করা হবে।

অনাস্থার পক্ষে থাকা সদস্যদের দাবি, প্রধান উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। তিনি অন্য সদস্যদের মর্যাদা দেন না। উপপ্রধান আনন্দবাবুর দাবি, ‘‘প্রধান উন্নয়নের কাজ করতে ব্যর্থ হচ্ছেন। মানুষ আমাদের ভোটে জিতিয়ে জনপ্রতিনিধি করেছেন উন্নয়ন করবার জন্য।’’ যদিও সব অভিযোগ অস্বীকার করে মিতাদেবীর পাল্টা দাবি, ‘‘উন্নয়ন হয়েছে। আসলে কিছু ক্ষমতালোভী মানুষের ব্যক্তি স্বার্থে আঘাত লাগার কারণেই অনাস্থা আনা হয়েছে।’’ তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মিতাদেবী প্রধানের সঙ্গেই ওই পঞ্চায়েত এলাকায় দলের সভাপতির পদ সামলাচ্ছিলেন। একই সঙ্গে তাঁর প্রধান এবং দলের সভাপতি থাকা নিয়ে দলে ক্ষোভ ছিল। অনাস্থার সেটিও কারণ। যদিও মিতাদেবী জানিয়েছেন, রবিবার তিনি দলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন।

Advertisement

এ দিকে, হাসনাবাদের সিপিএম পরিচালিত দুই পঞ্চায়েত ভেবিয়া এবং মুরারিশায় প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছে তৃণমূল। অনাস্থা দু’টি সোমবার আনা হয়েছে। স্থানীয় তৃণমূল জেলা নেতা সৌরেন পালের দাবি, পঞ্চায়েতে উন্নয়ন হচ্ছে না। তাই অনাস্থা আনা হয়েছে। অনাস্থা নিয়ে উত্তেজনা থাকায় দু’টি পঞ্চায়েতের সামনেই পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন