অনুপ্রবেশ রুখতে ক্যামেরা

বাংলাদেশি দুষ্কৃতীদের অনুপ্রবেশ রুখতে উচ্চক্ষমতাশালী ক্যামেরা লাগানো হল ঘোজাডাঙা সীমান্তে। কলকাতায় বসেও এই ক্যামেরার মাধ্যমে সীমান্তের আনাগোনা দেখা যাবে। জেলা পুলিশের এক কর্তা জানান, ভোটের আগে নিরাপত্তা বাড়াতে বসিরহাটে ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৬ ০১:২৭
Share:

বাংলাদেশি দুষ্কৃতীদের অনুপ্রবেশ রুখতে উচ্চক্ষমতাশালী ক্যামেরা লাগানো হল ঘোজাডাঙা সীমান্তে। কলকাতায় বসেও এই ক্যামেরার মাধ্যমে সীমান্তের আনাগোনা দেখা যাবে। জেলা পুলিশের এক কর্তা জানান, ভোটের আগে নিরাপত্তা বাড়াতে বসিরহাটে ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল। সাড়ে পাঁচশোর মতো জওয়ান ছিল। গত দু’দিন আগে ৫ কোম্পানি চলে গিয়েছে। মহকুমার ৮টি বিধানসভার জন্য বর্তমানে মাত্র ৯০-৯৫ জন জওয়ান আছে। এত কম বাহিনী নিয়ে সীমান্ত এলাকায় ঠিকঠাক নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলেই ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement