Shahjahan Sheikh

সন্দেশখালিতে সিবিআই! নিহত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে কথা, খুনে নাম জড়িয়েছিল শাহজাহান শেখের

বৃহস্পতিবার সিবিআই আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে ভাঙ্গিপাড়ায় যান। সেখানে নিহত প্রদীপ, সুকান্ত এবং দেবদাসের পরিবারের সঙ্গে কথা বলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৪
Share:

সন্দেশখালিতে নিহত বিজেপি কর্মীদের বাড়িতে সিবিআই আধিকারিকেরা। — নিজস্ব চিত্র।

সন্দেশখালিতে নিহত তিন বিজেপি কর্মীর বাড়িতে বৃহস্পতিবার গেল সিবিআইয়ের একটি দল। ওই ঘটনায় নাম জড়িয়েছিল সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শাহজাহান শেখের। যদিও সিআইডির চার্জশিটে নাম ছিল না তাঁর। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তে নামে সিবিআই। এ বার তাদের একটি দল বৃহস্পতিবার সন্দেশখালির ভাঙ্গিপাড়ায় গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলল। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও।

Advertisement

২০১৯ সালের ৮ জুন তিন বিজেপিকর্মী প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডলকে গুলি করার পর কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় সিআইডি তদন্তে নামে। পরবর্তী কালে তাদের চার্জশিট থেকে অভিযুক্ত শেখ শাহজাহান-সহ ২৮ জনের নাম বাদ পড়ে।

এর পরে নিহত তিন বিজেপিকর্মীর পরিবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়। সেখানে সিবিআই তদন্তের আবেদন জানায় তারা। হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তার পরে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার আবার সিবিআই আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে ভাঙ্গিপাড়ায় যান। সেখানে নিহত প্রদীপ, সুকান্ত এবং দেবদাসের পরিবারের সঙ্গে কথা বলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement