হাসপাতালে এ বার বসছে সিসি ক্যামেরা

বসিরহাট জেলা হাসপাতাল চত্বরের সুরক্ষা বাড়াতে এবং হাসপাতাল দালাল-মুক্ত করতে পাঁচিল দেওয়ার কাজ শুরু হল পুলিশ পাহারায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৬ ০১:৫৬
Share:

শুরু হয়েছে কাজ। নিজস্ব চিত্র।

বসিরহাট জেলা হাসপাতাল চত্বরের সুরক্ষা বাড়াতে এবং হাসপাতাল দালাল-মুক্ত করতে পাঁচিল দেওয়ার কাজ শুরু হল পুলিশ পাহারায়। হাসপাতালের নিরাপত্তায় বসানো হচ্ছে ২৬টি নাইটভিশান সিসি ক্যামেরা। হাসপাতাল চত্বরের মধ্যে থেকে সরিয়ে দেওয়া হচ্ছে অটো স্ট্যান্ড। সুরক্ষার স্বার্থেই এত কিছু, জানাচ্ছেন হাসপাতাল সুপার শ্যামল মণ্ডল।

Advertisement

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জেলা হাসপাতালকে সুরক্ষিত এবং সুসজ্জিত করতে বেশ কিছু পদক্ষেপ করা হচ্ছে। সম্প্রতি এ বিষয়ে জেলাশাসক অন্তরা আচার্য, বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাস-সহ পুলিশ-প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক বসে। বৈঠকের পরে আধিকারিকেরা হাসপাতাল ঘুরে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন। সেখানে অনেক রোগীদের আত্মীয়-পরিজন হাসপাতালে দালালের উপদ্রব নিয়েও অভিযোগ জানান। হাসপাতাল চত্বর থেকে একাধিক মোটর বাইক চুরি, ছিনতাই ঘটেছে আগে।

সম্প্রতি হাসপাতাল চত্বরে রোগীর সঙ্গে আসা দুই ব্যক্তির মারামারিতে একজনের মৃত্যুর ঘটনার পরে এরপরেই নড়ে চড়ে বসে প্রশাসন।

Advertisement

এ দিন পুলিশ পাহারায় শুরু হয় হাসপাতাল চত্বরে পাঁচিল দেওয়ার কাজ। বসিরহাটের আইসি দেবাশিস চক্রবর্তী বলেন, ‘‘দালাল এবং সাইকেল চোরের উৎপাত রুখতে হাসপাতাল ঘিরে পাঁচিল দেওয়ার পাশাপাশি সিসি ক্যামেরা বসানো হচ্ছে। ওই ক্যামেরার কন্ট্রোল থাকবে হাসপাতালে থাকা পুলিশের হাতে। হাসপাতাল চত্বরে অটো দাঁড়িয়ে থাকতে পারবে না।’’ পাশাপাশি তিনি জানান, দু’টি পার্কিং জোনের একটিতে রোগীর আত্মীয়দের সঙ্গে আসা গাড়ি, অন্যটিতে অ্যাম্বুল্যান্স রাখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement