মায়ের সামনেই প্রাণ গেল ছেলের

গোখরো সাপের ভয়ে নদী বাঁধ ছেড়ে সব্জি খেতের মধ্যে দিয়ে ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন মা। হঠাৎ গাছ উপড়ে তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিন বছরের আকাশ মণ্ডলের। তার মা গঙ্গারানিকে বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। আরও দুই মহিলা এবং এক শিশু আহত হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০০:৫৩
Share:

এই গাছ ভেঙেই তার ছিঁড়ে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হন মা-ছেলে।

গোখরো সাপের ভয়ে নদী বাঁধ ছেড়ে সব্জি খেতের মধ্যে দিয়ে ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন মা। হঠাৎ গাছ উপড়ে তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিন বছরের আকাশ মণ্ডলের। তার মা গঙ্গারানিকে বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। আরও দুই মহিলা এবং এক শিশু আহত হয়েছে। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের কালীতলায়। ইছামতীর ধারে চরপাড়ায় বাস অরূপ মণ্ডলের। দিনমজুর পরিবার। দুই ছেলে এবং স্ত্রী গঙ্গারানিকে নিয়ে সংসার। এ দিন সকালে গঙ্গারানি ও তাঁদের প্রতিবেশী দুর্গা সর্দার সন্তানদের নিয়ে অঙ্গনওয়াড়ি স্কুলে যাচ্ছিলেন। নদী বাঁধে বিষাক্ত সাপ বেরিয়েছে জানতে পেরে তাঁরা অন্য রাস্তা ধরেন। সব্জি খেতের মধ্যে মাঠের আলপথ ধরে স্কুলের দিকে এগোন সকলে। কালীতলার কাছে হঠাৎই একটি বড় শিরিষ গাছ গোড়া থেকে হুড়মুড়িয়ে বিদ্যুতের তারের উপরে গিয়ে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হন চার জনই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement