BJP

মঞ্চ পোড়ানোর অভিযোগ, বিজেপির পথ অবরোধে ধস্তাধস্তি

প্রথমে অবরোধ তোলার অনুরোধ করেন পুলিশ আধিকারিকেরা। কিন্তু তাতে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা বেধে যায় পুলিশের। এর পরে পুলিশ রাস্তা ফাঁকা করতে ওই কর্মীদের তুলে দেওয়ার চেষ্টা করতেই দু’পক্ষেধস্তাধস্তি শুরু হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ০৮:২৫
Share:

—প্রতীকী চিত্র।

অনুষ্ঠান মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে রাস্তাঅবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। পুলিশ সেই অবরোধ তুলতে গেলে তাদের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতেজড়িয়ে পড়েন ওই কর্মীরা। শেষে লাঠি চালাতে হয় পুলিশকে। এই ঘটনায় দু’জন পুলিশকর্মী ও বিরোধীদলের চার জন আহত হয়েছেন বলে খবর।

সোমবার সকালে এই ঘটনা ঘটে খড়দহের পাতুলিয়ায়। সূত্রের খবর, পাতুলিয়ার বটতলায় একটি অনুষ্ঠান মঞ্চ বানিয়েছিলেন স্থানীয় বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, এ দিনসেখানে ভারত মাতা পুজোর কর্মসূচি ছিল। দীর্ঘ বহু বছর ধরে ওই পুজো হয়ে আসছে। অভিযোগ, রবিবার রাতে দুষ্কৃতীরা ওই মঞ্চটি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। বিজেপি অবশ্য অভিযোগ তুলেছে শাসকদলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এ দিন সকালে ঘটনার প্রতিবাদে বটতলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা।বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে তাঁরা দাবি করেন, দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।খবর পেয়ে পৌঁছয় রহড়া থানার পুলিশ। প্রথমে অবরোধ তোলার অনুরোধ করেন পুলিশ আধিকারিকেরা। কিন্তু তাতে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা বেধে যায় পুলিশের। এর পরে পুলিশ রাস্তা ফাঁকা করতে ওই কর্মীদের তুলে দেওয়ার চেষ্টা করতেই দু’পক্ষেধস্তাধস্তি শুরু হয়। এর পরে লাঠি চার্জ করে পুলিশ।

বিজেপি নেতা কৌস্তভ বাগচী বলেন, ‘‘সনাতনী মানুষেরা এই পুজোর আয়োজন করেছিলেন। এর মধ্যে কোনও রাজনীতিনেই। কাদের মদতে দুষ্কৃতীরা এই কাণ্ড করেছে, তা সকলেই জানেন। তার পরেও প্রশাসনের নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে।’’ পাল্টা তৃণমূল নেতা প্রসেনজিৎ সাহাবলেন, ‘‘ধর্মের বিভাজন করা ছাড়া ওদের আর কোনও কাজ নেই। এ সব করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। পুলিশ-প্রশাসনআছে, তারা তদন্ত করে দেখুক, কী হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন