কলেজের কমন রুমে ক্যারাম খেলা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বচসা থেকে মারামারির ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতেরা কলেজে এসে হুমকি দেয় বলে অভিযোগ। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তীর সুকান্ত কলেজে। কলেজ সূত্রে জানা গিয়েছে, এ দিন কলেজের কিছু ছাত্রছাত্রী কমন রুমে বসে ক্যারাম খেলছিলেন। সে সময়ে প্রথম বর্ষের কয়েকজন এসে ক্যারাম খেলতে চান।
এই নিয়ে দু’পক্ষের হাতাহাতি বেধে যায়। প্রথম বর্ষের কয়েকজন ছাত্রী প্রতিবাদ করলে তাঁদের অশালীন মন্তব্য করা হয়, ধাক্কাধাক্কিও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে কলেজে আসেন স্থানীয় তৃণমূল নেতা তথা কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের প্রধানের স্বামী আমান লস্কর। আমান ও তাঁর লোকজন ছাত্রছাত্রীদের হুমকি দেন বলে অভিযোগ।
অভিযোগ উড়িয়ে দিয়ে আমান বলেন, ‘‘প্রায়ই কলেজের মধ্যে ছাত্রছাত্রীরা ঝামেলা করছে। এই নিয়ে এলাকায় কলেজের বদনাম হচ্ছে। তা ছাড়া, যদি প্রায় কলেজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় তা হলে পঠনপাঠনও ব্যাহত হয়। এ জন্য এলাকার মানুষ হিসাবে কলেজের অধ্যক্ষকে বলতে গিয়েছিলাম, যাতে কোনও ভাবেই তিনি কলেজের মধ্যে বিশৃঙ্খলা বরদাস্ত না করেন। ভয় পেয়ে কারও কাছে মাথা নত না করেন।’’ তাঁর কথায়, ‘‘ঘটনাটি নিয়ে কেউ কেউ রাজনীতির রঙ চড়াচ্ছে। আমি কলেজে রাজনীতি বা ঝামেলা করতে যাইনি।’’
অধ্যক্ষ প্রদীপকুমার দে বলেন, ‘‘ছাত্রদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল ঠিকই, তা আলোচনা করে মিটিয়েও দেওয়া হয়েছে। এই ঘটনার পর স্থানীয় পঞ্চায়েতের কয়েকজন সদস্য কলেজে এসেছিলেন। তবে তাঁরা কোনও হুমকি দেননি। আমার সঙ্গে কথা বলে চলে যান।’’