আধিকারিকের বদলি নিয়ে তরজা

বদলির আদেশ হওয়া সত্ত্বেও জেলা নির্বাচনের দায়িত্ব পালন করছেন তথ্য সাংস্কৃতিক আধিকারিক, দক্ষিণ ২৪ জেলা প্রশাসনের অন্দরেই উঠেছে এ হেন গুঞ্জন। দক্ষিণ ২৪ পরগনা জেলার তথ্য-সাংস্কৃতিক আধিকারিক কাজল ভট্টাচার্য প্রায় ছ’বছর একই পদে রয়েছেন। নির্বাচন বিধি অনুযায়ী, তিন বছরের বেশি কোনও অফিসার একই পদে বহাল থাকলে বদলির প্রয়োজন রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ০২:৩৩
Share:

বদলির আদেশ হওয়া সত্ত্বেও জেলা নির্বাচনের দায়িত্ব পালন করছেন তথ্য সাংস্কৃতিক আধিকারিক, দক্ষিণ ২৪ জেলা প্রশাসনের অন্দরেই উঠেছে এ হেন গুঞ্জন। দক্ষিণ ২৪ পরগনা জেলার তথ্য-সাংস্কৃতিক আধিকারিক কাজল ভট্টাচার্য প্রায় ছ’বছর একই পদে রয়েছেন। নির্বাচন বিধি অনুযায়ী, তিন বছরের বেশি কোনও অফিসার একই পদে বহাল থাকলে বদলির প্রয়োজন রয়েছে। সে ক্ষেত্রে কাজলবাবু বদলির আদেশ থাকা সত্ত্বেও তিনি নিজের পদে বহাল রয়েছেন। জেলা প্রশাসনের এক কর্তার কথায়, ‘‘কাজলবাবু সরাসরি নির্বাচনের কাজে নিযুক্ত নন। সেই কারণে বদলির আদেশ কার্যকর করা হয়নি। কিন্তু জেলা প্রশাসনের কর্তাদের একাংশের বক্তব্য, ‘‘নির্বাচন কমিশনের সঙ্গে সব বৈঠকেই কাজলবাবুর উপস্থিত থাকছেন। এবং তিনি নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সব কাজই করছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement