স্বপন মজুমদার। —ফাইল চিত্র।
তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে যাঁরা ‘উদ্বাস্তু’, তাঁরা আদতে ‘রাজাকার’— বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের এমন মন্তব্যে চাপানউতোর বাধল। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে গাইঘাটার চাঁদপাড়ায় আয়োজিত আলোচনা ও প্রশিক্ষণ শিবিরে রবিবার স্বপন বলেন, “এখনও যে সব উদ্বাস্তু মানুষ তৃণমূল করেন, তাঁরা হিন্দু নন। তাঁদের শরীরে রাজাকারের রক্ত! এখানে বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গাদের জায়গা নেই। পাশাপাশি, এক জন হিন্দুকেও আমরা এখান থেকে তাড়াতে দেব না।” প্রসঙ্গত, তৎকালীন পূর্ব পাকিস্তানের মুক্তিযুদ্ধের সময়ে যে আধা-সামরিক বাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর সাহায্য করত, তাদের রাজাকার বলা হয়। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের বক্তব্য, “সমাজবিরোধীরা রাজনীতিতে এলে তাঁরা এমন কথাই বলবেন! কুকথা বলে বিজেপি নেতারা প্রচারে থাকতে চাইছেন।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে