Coronavirus

হিঙ্গলগঞ্জে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

এই ব্লকে সেপ্টেম্বর মাসে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০৬। অক্টোবর মাসে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৫ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হিঙ্গলগঞ্জ শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২০ ০৪:২২
Share:

হিঙ্গলগঞ্জে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার ব্লক জুড়ে ১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই প্রথম ব্লকে ১৯ জন এক সঙ্গে করোনা আক্রান্ত হলেন।

Advertisement

এই ব্লকে সেপ্টেম্বর মাসে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০৬। অক্টোবর মাসে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৫ জন। এই মাসে করোনা আক্রান্তের সংখ্যা গত মাসের থেকে বেশি হতে পারে বলে আশঙ্কা। এখন প্রতিদিন ১৭০টি করে করোনা পরীক্ষা করা হচ্ছে। কিন্তু পুজোর সময় কেউ করোনা পরীক্ষা করাতে আসবেন কিনা সেটাই এখন চিন্তার বিষয় ব্লক প্রশাসনের। ব্লক প্রশাসন জানিয়েছে, দ্রুত করোনা আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করা না গেলে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এই মুহূর্তে ব্লক জুড়ে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫৯। যার মধ্যে সব থেকে বেশি অ্যাকটিভ হয়েছে দুলদুলি, যোগেশগঞ্জ, সাহেবখালি, কালিতলা, গোবিন্দকাটি এলাকায়। এই এলাকাগুলি থেকে ৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা নিয়ে চিন্তায় ব্লক প্রশাসন। বিশপুর ও রূপমারি পঞ্চায়েত এলাকায় সংক্রমণ কম। হিঙ্গলগঞ্জের বিএমওএইচ অঙ্কুর কর্মকার বলেন, “সংক্রমণ বাড়ছে ব্লকে। তবে পুজোর পর আরও বাড়তে পারে বলে আশঙ্কা। তাই বিভিন্ন ভাবে মানুষকে সচেতন করার কাজ চলছে। এ ছাড়া ব্লক হাসপাতালে ৬টি শয্যার আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। সেই সঙ্গে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম কেনা হয়েছে।” বিএমওএইচআরও বলেন, ‘‘এই ব্লকের সুন্দরবন ঘেঁষা যে ৫টি গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে, সেখানে করোনা আক্রান্তের সংখ্যা খুব কম ছিল। তবে গত মাসের মাঝামাঝি সময় থেকে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন