Bidyadhari River

ভাঙল বিদ্যাধরী নদীর বাঁধ, গ্রামে জল ঢুকতেই আতঙ্কিত গ্রামবাসীরা

বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকরতেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। ঘর ছেড়ে বেরিয়ে উঁচু এলাকা আশ্রয় নেওয়ার চেষ্টা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দেগঙ্গা শেষ আপডেট: ২৬ মে ২০২১ ১৬:১৬
Share:

জল ঢুকতেই বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছেন গ্রামবাসীরা। নিজস্ব চিত্র।

ভয়ঙ্কর মূর্তি ধারণ করে পশ্চিমবঙ্গে আছড়ে পড়েনি অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। কিন্তু ঝোড়ো হাওয়া এবং সঙ্গে ভরা কোটালের জেরে বিভিন্ন এলাকায় নদীবাঁধ উপচে জল ঢুকেছে লোকালয়ে। একই অবস্থা উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। বুধবার সকালে বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে যায় ওই এলাকায়। যার জেরে জল ঢুকতে শুরু করেছে ওই গ্রামে।

Advertisement

বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকরতেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। ঘর ছেড়ে বেরিয়ে উঁচু এলাকা আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। যে ভাবে জল ঢুকছে ওই এলাকায়, গ্রামবাসীদের আশঙ্কা, রাতের মধ্যে গোটা গ্রাম প্লাবিত হতে পারে।

ওই গ্রামের সাধারণ মানুষের অভিযোগ, প্রশাসনকে বার বার অনুরোধ সত্ত্বেও বাঁধ মেরামত হয়নি। যদিও জল ঢুকতে শুরু করার পরই চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা এবং উপ-প্রধান বাপি মণ্ডলের উদ্যোগে স্থানীয় পুকুর পাড় থেকে বস্তা করে মাটি নিয়ে বাঁধ বাঁধার কাজ শুরু হয়। গ্রামবাসীরাও এই কাজে হাত লাগান।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন