Rail

Train Accident averted: দোমহনির রেশ কাটতে না কাটতেই অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়াল ডাউন দত্তপুকুর লোকাল

বৃহস্পতিবার বিকেলে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস জলপাইগুড়ির দোমহনিতে লাইনচ্যুত হয়ে ন'জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন অনেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বারাসত শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ১৩:০৬
Share:

নিজস্ব চিত্র।

দোমহনিতে বিকানের এক্সপ্রেস দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। বৃহস্পতিবার বিকেলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে ন'জনের মৃত্যু হয়। আহত হন অনেকে। এরই মধ্যে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন দত্তপুকুর লোকাল।

রবিবার ভোরে ডাউন ফাস্ট দত্তপুকুর লোকাল বামনগাছি স্টেশন ছাড়তেই বিকট আওয়াজ শুনতে পান রেলকর্মীরা। ছুটে আসেন স্থানীয়রা। খবর যায় বারাসাত স্টেশনের কন্ট্রোল রুমে। তড়িঘড়ি ঘটনাস্থলে চলে আসেন রেলকর্মীরা। রেলকর্মীরা ঘটনাস্থলে এসে লক্ষ করেন, রেললাইনের সংযোগের মুখ ভাঙা। তড়িঘড়ি তা মেরামত করা হয়। তার পর প্রথমে পরীক্ষামূলক ভাবে একটি টাওয়ার ভ‍্যান চালানো হয়। এই ঘটনার জেরে সকালে বনগাঁ লাইনে কয়েকটি ট্রেনের সময় পরিবর্তন করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন