বৌমার ক্রিম লাগানোয় বৃদ্ধাকে খুন

শ্যাম্পু ভেবে বৌমার মুখের ক্রিম নিজের মাথায় ঢেলে দিয়েছিলেন বৃদ্ধা মা। রবিবার সকালে তা নিয়ে তীব্র অশান্তি হয় বাড়িতে। বৃদ্ধাকে মারধরও করা হয় বলে অভিযোগ। রাতে বাড়ির ছাদ থেকে বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। তাঁর মেয়ের অভিযোগের ভিত্তিতে ছেলে গৌতম দত্ত ও পুত্রবধূ প্রীতিদেবীকে খুনের দায়ে গ্রেফতার করল হাবরা থানার পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাবরা শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০০:২০
Share:

শ্যাম্পু ভেবে বৌমার মুখের ক্রিম নিজের মাথায় ঢেলে দিয়েছিলেন বৃদ্ধা মা। রবিবার সকালে তা নিয়ে তীব্র অশান্তি হয় বাড়িতে। বৃদ্ধাকে মারধরও করা হয় বলে অভিযোগ। রাতে বাড়ির ছাদ থেকে বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। তাঁর মেয়ের অভিযোগের ভিত্তিতে ছেলে গৌতম দত্ত ও পুত্রবধূ প্রীতিদেবীকে খুনের দায়ে গ্রেফতার করল হাবরা থানার পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতার নাম দীপ্তি দত্ত (৭৬)। তাঁর বাড়ি হাবরার হিজলপুকুরে। দেহটি ময়না-তদ‌ন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার ধৃতদের বারাসত আদালতে তোলা হবে। গৌতমবাবু ছোট ব্যবসা করেন। প্রীতিদেবী গৃহবধূ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত দশটা নাগাদ বাড়ির ছাদ থেকে আগুন বের হতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৌতম ও প্রীতির কাছে দীপ্তিদেবী কোথায় জানতে চাইলে তারা পুলিশকে জানায়, তিনি উপরের ঘরে ঘুমোচ্ছেন। পুলিশ ছাদে যাওয়ার দরজা ভেঙে ভিতরে গিয়ে বৃদ্ধার দগ্ধ দেহ দেখতে পায়। দীপ্তিদেবীকে নানা কারণে বৌমা এবং ছেলে শারীরিক এবং মানসিক নির্যাতন করত। তিনি প্রতিবেশীদের কাছে জানান, বৌমা তাঁকে নির্যাতন করে। অশান্তি এড়াতে গৌতম বৌকে কিছু বলত না। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ওই বৃদ্ধা শ্যাম্পু ভেবে বৌমার মুখে মাখার ক্রিম মাথায় ঢেলে ফেলেন। যা নিয়ে তীব্র অশান্তি হয়। শাশুড়িকে বৌমা মারধরও করে বলে অভিযোগ। এর পরেই রাতে বৃদ্ধার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানো হয়, অভিযোগ গৌতমের দিদি গৌরী বণিকের। গৌরীদেবী বলেন, ‘‘ওরাই আগুন লাগিয়ে ছাদের দরজা বন্ধ করে করে দিয়েছিল। যাতে মা বের হতে না পারেন। প্রতিবেশীরাও তাঁর চিৎকার শুনেছেন। মা প্রায়ই আমার কাছে অত্যাচারের কথা বলতেন।’’ পুলিশের কাছে অবশ্য ছেলে বৌমা দাবি করেন, বৃদ্ধা আত্মহত্যা করেছে। তবে কেন তিনি আত্মহত্যা করলেন, তার উত্তর তারা দিতে পারেনি। পুলিশ তদন্ত শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন