টিটাগড় বাজারের ভস্মীভূত দোকান।
বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল উত্তর ২৪ পরগনার টিটাগড় বাজারের ৪টি দোকান। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ এই আগুন লাগে।
দমকল সূত্রে খবর, ওই দিন রাতে টিটাগড় বাজারে একটি মুদিখানার দোকানে প্রথমে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা, গায়ে গায়ে দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সম্পূর্ণ ভাবে পুড়ে যায় চারটি দোকান।
আগুন নেভার পরে চলছে সাফাইয়ের কাজ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। তাদের চেষ্টায় ভোর সাড়ে চারটেয় আগুন আয়ত্তে আসে। দমকল সূত্রে খবর, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছ। এই আগুন লাগার ফলে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
ছবি: সজল চট্টোপাধ্যায়।