সতর্ক থাকুন, বার্তা মন্ত্রীর

উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সুরেই দাবি করেন, বিজেপির লোকজন দশ দিন আগে থেকে গণ্ডগোলের পরিকল্পনা করেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বনগাঁ শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ০৩:০২
Share:

রাখি-বন্ধন: মঙ্গলবার বসিরহাটের খোলাপোতায়। ছবি: নির্মল বসু

বসিরহাটের ঘটনার প্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে শান দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই সূত্র ধরেই ২১ জুলাইয়ের সভার প্রস্তুতি মঞ্চকেও বিজেপি বিরোধিতায় ব্যবহার করছে তৃণমূল। মঙ্গলবার বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, অশোকনগর, হাবরায় প্রস্তুতি সভায় সেই মেজাজেই দেখা গেল তৃণমূল নেতৃত্বকে।

Advertisement

উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সুরেই দাবি করেন, বিজেপির লোকজন দশ দিন আগে থেকে গণ্ডগোলের পরিকল্পনা করেছিল। যে ফেসবুক পোস্ট থেকে এত কাণ্ড, তার উল্লেখ করে জ্যোতিপ্রিয়র বক্তব্য, ‘‘একটা বাচ্চা ছেলের মাথা থেকে এ সব বেরোতে পারে না। আমরা দলগত ভাবেও বসিরহাট কাণ্ডের মূল খুঁজে বের করার চেষ্টা করছি।’’

বিজেপির বিরুদ্ধে আগাগোড়া আক্রমণাত্মক ছিলেন জ্যোতিপ্রিয়। কর্মীদের কাছে তাঁর বার্তা, ‘‘বিজেপি একটা চোখ দেখালে আপনারা দু’টো চোখ দেখান। একটা লাঠি উঁচিয়ে ধরলে দু’টো লাঠি ধরুন।’’ পাশাপাশি তাঁর পরামর্শ, ‘‘আইন হাতে তুলে নেবেন না। বিজেপি যতই ইন্ধন দিক, সম্প্রীতির ভিত দৃঢ় করা হবে।’’

Advertisement

বনগাঁ দক্ষিণের কর্মিসভায় মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘বিজেপি পড়শির সঙ্গে পড়শির ঝগড়া বাধাতে চাইছে। আপনারা সচেতন থাকুন।’’

আগামী তিন দিন জেলাজুড়ে বিজেপির বিরুদ্ধে মিছিল, সভা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন