বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে অ্যাম্বুল্যান্সে তুলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে তাকে।
বনগাঁ থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় রামকৃষ্ণপল্লি থেকে অনির্বাণ বসু নামে বছর বাইশের ওই যুবককে ধরে। অ্যাম্বুল্যান্স চালায় সে। শুক্রবার বনগাঁ মহকুমা হাসপাতালে ওই কিশোরীর মেডিক্যাল পরীক্ষা হয়েছে। বনগাঁ আদালতে বিচারকের কাছেও এ দিন কিশোরী জবানবন্দিও দিয়েছে। বনগাঁর এসডিপিও অনিল রায় বলেন, ‘‘মামলাটি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছি। পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।’’ ষোল বছরের ওই কিশোরী গত ২৫ মার্চ রাতে বনগাঁর ট বাজারে এসেছিল। রাত ৯টার সময়ে বনগাঁ-চাকদহ সড়ক ধরে হেঁটেই বাড়ি ফিরছিল। কালীবাড়ি মোড়ের কাছে দেখা হয় অনির্বাণের সঙ্গে। ওই যুবক তার পূর্ব পরিচিত।
অভিযোগ, বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে সে মেয়েটিকে তার গাড়িতে তোলে। চলে যায় গোপালনগরের এক নির্জন জায়গায়। অ্যাম্বুল্যান্সের মধ্যেই মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। কিশোরীর কাছে থাকা মোবাইল কেড়ে বন্ধ করে দেয়। গভীর রাতে মেয়েটিকে বাড়ির কাছে ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে পালায়। বৃহস্পতিবার দুপুরে তার মা বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।