দাউ দাউ করে জ্বলছে পর পর বাড়ি। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। আর থেকেই আগুন। একটা নয়, পর পর চারটে বাড়িতে সেই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার নৈহাটিতে।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় নৈহাটির একটি বাড়িতে আচমকাই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। দ্রুত গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে, তা ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িতেও। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছ়ড়াতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নৈহাটি থানার পুলিশ এবং দমকল। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকর্মীদের।
অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে স্থানীয়দের অভিযোগ, খবর পাওয়ার পরেও দেরিতে এসেছে দমকল। ফলে আগুন বেশি ছড়িয়েছে। দমকলকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয়দের দাবি, তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করুক প্রশাসন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও উত্তেজনা রয়েছে এলাকায়।