— প্রতীকী চিত্র।
ভারত-বাংলাদেশ সীমান্তে অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে রাজ্যের অবস্থান আবার জানতে চাইল কলকাতা হাই কোর্ট। ওই মামলায় নিজেদের অবস্থান জানাতে রাজ্য সময় চায়। তারা মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করে। শুক্রবার কলকাতা হাই কোর্ট জানায়, এই ধরনের ‘গুরুত্বপূর্ণ’ বিষয়ে অতিরিক্ত সময় দেওয়া সম্ভব নয়। পরে রাজ্যকে এক সপ্তাহ সময় দেওয়ার কথা জানায় হাই কোর্ট। তার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্ট সন্তোষজনক না হলে টানা শুনানি করবে হাই কোর্ট।
শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের মন্তব্য, ‘‘এর আগের নির্দেশে আমরা রাজ্যের কাছ থেকে একটি ইতিবাচক রিপোর্ট চেয়েছিলাম। আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার দেওয়া দেশের নিরাপত্তার বিষয়। এত গুরুত্বপূর্ণ বিষয়ে অতিরিক্ত সময় দেওয়া সম্ভব নয়।’’ পরে হাই কোর্ট জানায়, রাজ্যকে এক সপ্তাহ সময় দেওয়া হল। এর মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে হবে। একই সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, রাজ্যের রিপোর্ট সন্তোষজনক না হলে আদালত বিষয়টি নিয়ে টানা শুনানি করবে।
কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী আদালতকে জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যকে জমি অধিগ্রহণ করতে বলেছে কেন্দ্র। এর জন্য টাকাও বরাদ্দ করা হয়েছে। কিন্তু তার পরেও কাঁটাতারের জন্য জমি নিয়ে রাজ্যের তরফে কোনও স্পষ্ট অবস্থান জানানো হয়নি।
ভারত-বাংলাদেশ সীমান্তে একটি বিস্তৃত অঞ্চল এখনও কাঁটাতারবিহীন রয়েছে গিয়েছে। সেই অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ‘জটিলতা’ তৈরি হয়। বিএসএফ কাঁটাতার বসাতে উদ্যোগী হলে বিজিবি তাতে বাধা দেয় বলে অভিযোগ ওঠে। এই আবহে বেড়া দেওয়া নিয়ে হাই কোর্টে নিজেদের অবস্থান জানাতে সময় চায় রাজ্য সরকার। হাই কোর্ট এক সপ্তাহ সময় দিয়েছে। রিপোর্ট সন্তোষজনক না হলে টানা শুনানি করার কথা জানিয়েছে হাই কোর্ট। এর আগেও এই নিয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়েছিল আদালত।