বিজেপিকে এক হাত নিলেন গৌতম

নোট বাতিলের জন্য আসলে উপকৃত হচ্ছেন সমাজের উচ্চবিত্ত মানুষ। ক্ষতি হচ্ছে খেটে খাওয়া মানুষের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৬ ০২:৪০
Share:

সভায় গৌতম দেব। নিজস্ব চিত্র।

নোট বাতিলের জন্য আসলে উপকৃত হচ্ছেন সমাজের উচ্চবিত্ত মানুষ। ক্ষতি হচ্ছে খেটে খাওয়া মানুষের।

Advertisement

শনিবার টাকির চৌরঙ্গিতে ভিড়ে ঠাসা জনসভায় এই দাবি করলেন সিপিএম নেতা গৌতম দেব। তাঁর ক্ষোভ, ‘‘প্রধানমন্ত্রী প্লাস্টিক মানির কথা বলছেন। গ্রামের মানুষ কী করে কার্ড দিয়ে উচ্ছে, পালংশাক, মূলো কিনবেন? দেশে এর আগে অনেক প্রধানমন্ত্রী এসেছেন। কিন্তু কাউকে মোদীর মতো মিথ্যা বলতে দেখা যায়নি।’’ গৌতমবাবুর অভিযোগ, ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণার আগে দেশের বিভিন্ন জায়গাতে কোটি কোটি টাকার জমি কিনেছে বিজেপি। বিজেপির সঙ্গেই এ দিন তৃণমূলকেও এক হাত নেন তিনি। এ দিন তাঁর কটাক্ষ, ‘‘তৃণমূলের দম কতদিন থাকে সেটা আমরাও দেখব।’’ দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ বাড়ানোর পরামর্শ দেন তিনি। এ দিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর কেন্দ্রের সিপিএমের বিধায়ক রফিকুল ইসলাম, মৃণাল চক্রবর্তী, শ্রীদীপ রায়চৌধুরী-সহ সিপিএম নেতৃত্ব।

অটো উল্টে মৃত্যু। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে অটো উল্টে যাওয়ায় মৃত্যু হল এক মহিলার। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে শ্যামপুরের রাধাপুরের ভীমপুরে। মৃতার নাম লীলা মণ্ডল (৪৫)। বাড়ি শ্যামপুরেরই ঝুমঝুমিতে। ভীমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে অটো উল্টে যায়। আহত হন সবাই। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা লীলাদেবীকে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন