প্রতিবন্ধী বোনকে মারধর

শারীরিক প্রতিবন্ধী বছর বিয়াল্লিশের এক মহিলাকে মারধর করার অভিযোগ উঠল তাঁর দুই দাদার বিরুদ্ধে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৮ ০১:২৯
Share:

চিকিৎসাধীন: বাণী রায়

শারীরিক প্রতিবন্ধী বছর বিয়াল্লিশের এক মহিলাকে মারধর করার অভিযোগ উঠল তাঁর দুই দাদার বিরুদ্ধে।

Advertisement

দত্তপুকুর থানার গঙ্গাপুর ঘোষপাড়া এলাকার ঘটনা। গুরুতর জখম অবস্থায় বাণী রায় নামে প্রহৃত ওই মহিলা হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল।

রবিবার দত্তপুকুর থানায় বাণী দাদাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নাম শিবশঙ্কর রায় ও নারায়ণ শঙ্কর রায়। তাদের খোঁজ চলছে। শিবশঙ্কর বেসরকারি সংস্থায় কাজ করে। নারয়ণ নিরাপত্তা কর্মীর কাজ করে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাণী পৈতৃক বাড়িতে একটি টিনের ঘরে আলাদা থাকে। যে যা দেয় তাই খেয়ে থাকে। বাবা-মা অনেক দিন আগেই মারা গিয়েছেন। অভিযোগ, ওই বাড়ি থেকে বাণীকে উচ্ছেদ করতে দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাঁর উপর শারীরিক মানসিক নির্যাতন করে আসছে বলে অভিযোগ।

অভিযোগ, শনিবার দুপুরে বাণীকে বাড়ি থেকে তাড়ানোর জন্য মারধর করা হয়। সেই খবর পেয়ে তাঁর দিদি মুন্নি চক্রবর্তী তাঁকে বাড়ি থেকে উদ্ধার করে এনে হাবড়া হাসপাতালে ভর্তি করেন। বাণী বলেন, ‘‘আমি একশো শতাংশ শারীরিক প্রতিবন্ধী। হাঁটতে পারি না। আমাকে ইলেকট্রিক শকও দেওয়া হত। প্রায়ই মারধর করা হত।’’ পুলিশের কাছে তিনি আবেদন করেছেন, তিনি যাতে পৈতৃক বাড়িতে শান্তিতে থাকতে পারেন তাঁর ব্যবস্থা করার জন্য। একটি স্বেচ্ছাসেবী সংগঠন বাণীর পাশে দাঁড়িয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement