দুর্নীতিতে অভিযুক্ত প্রধান শিক্ষক

ছাত্র সংখ্যা বেশি দেখিয়ে দুর্নীতি করা হয়েছে মিড-ডে মিলে, স্কুল উন্নয়নের টাকাও নয়ছয় করা হয়েছে— এমনই সব অভিযোগে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও গ্রামবাসীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দত্তপুকুর শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৭ ০২:৪৭
Share:

ছাত্র সংখ্যা বেশি দেখিয়ে দুর্নীতি করা হয়েছে মিড-ডে মিলে, স্কুল উন্নয়নের টাকাও নয়ছয় করা হয়েছে— এমনই সব অভিযোগে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও গ্রামবাসীরা।

Advertisement

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বারাসতের নীলগঞ্জের কাছে সাইবনার অগরনাথ হাইস্কুলে। দত্তপুকুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

অভিভাবক ও স্থানীয় মানুষের অভিযোগ, প্রধান শিক্ষক শৈলেন্দ্রনাথ চৌধুরী আট বছর ধরে একের পর এক দুর্নীতি করছেন। স্কুলের কোনও উন্নয়ন হচ্ছে না। ওই প্রধান শিক্ষককে গ্রেফতারের দাবিতে এ দিন দুপুরে স্কুলে বিক্ষোভ দেখানো হয়।

Advertisement

জামির আলি নামে এক অভিভাবক বলেন, ‘‘মিড ডে মিলের রান্নাঘর তৈরির জন্য টাকা নিয়েছিলেন প্রধান শিক্ষক। কিন্তু আজও রান্নাঘর হয়নি। টাকা আত্মসাৎ করেছেন উনি।’’ অভিযোগ অস্বীকার করে শৈলেন্দ্রনাথবাবু বলেন, ‘‘পরিচালন সমিতির সিদ্ধান্তেই বিভিন্ন খাতে টাকা খরচ করা হয়েছে। সবই স্কুলের উন্নয়নের জন্য খরচ করা হয়েছে।’’

এক সূত্রের খবর, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মোট ১৬ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ তুলেছে ওই স্কুলের পরিচালন সমিতি। বিষয়টি বারাসত ১ বিডিও ও স্কুল শিক্ষা দফতরেও জানানোও হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্কুল পরিচালন সমিতির সভাপতি সফিক আলি এ দিন বলেন, ‘‘আমরা পরিচালন সমিতির দায়িত্ব নেওয়ার পরেই এই সব অসঙ্গতি ধরা পড়ে। বিষয়টি উপর মহলে জানানো হয়েছে। আমরা চাই ঘটনার
তদন্ত হোক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন