ব্যাগ থেকে বেরোল মরা মুরগি, আটক যুবক

পুলিশের দাবি, জেরায় বনগাঁর বাসিন্দা ওই যুবক জানিয়েছেন, বসিরহাটে তাঁদের মাগুর মাছের কারবার আছে। মাছের খাবার হিসাবেই মরা মুরগি নিয়ে যাচ্ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০১৮ ০১:৪৭
Share:

হাম্পে ধাক্কা মারল বাইক। ছিটকে পড়ল ব্যাগ। তা থেকে বেরিয়ে এল গাদা গাদা মরা মুরগি।

Advertisement

শুক্রবার সকালে এই দৃশ্য দেখে বাইক চালক যুবককে পাকড়াও করেন আশেপাশের লোকজন। মরা মুরগি বিক্রির চেষ্টা হচ্ছিল বলে রটে যায়।

বনগাঁর প্রতাপগড় এলাকার এই ঘটনায় যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রায় এক কুইন্ট্যাল মরা মুরগি মিলেছে। সে সব কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের দাবি, জেরায় বনগাঁর বাসিন্দা ওই যুবক জানিয়েছেন, বসিরহাটে তাঁদের মাগুর মাছের কারবার আছে। মাছের খাবার হিসাবেই মরা মুরগি নিয়ে যাচ্ছিলেন। বাগদার চাঁদা গোপালনগর থেকে বহু দিন ধরেই তিনি সস্তায় মরা মুরগি কেনেন বলে দাবি করেছেন। বনগাঁ মহকুমা হাসপাতালের কাছে বনগাঁ-চাকদহ সড়কে থাকা একটি হাম্পে ওই যুবকের বাইক ধাক্কা খায়। কয়েকটি ব্যাগ ঝোলান ছিল বাইকে। একটি ছিটকে পড়েই বিপত্তি। টোটো চালকদের প্রথমে বিষয়টি নজরে আসে। তাঁরা যুবককে আটকে দেন। লোক জড়ো হয়ে যায়। অনেকের সন্দেহ হয়, হোটেল রেস্তঁরায় বিক্রির জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল সস্তার মরা মুরগি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement