ভিড় বাড়ছে সাগরে

ভিড় জমতে শুরু করেছে সাগরে। পৌষ সংক্রান্তি উপলক্ষে ৭ জানুয়ারি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। তার কিছু দিন আগে থেকে প্রতি বছরই ভিড় জমে। তবে এ বার সংখ্যাটা কয়েক গুণ বেশি, জানাচ্ছেন স্থানীয় মানুষজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৭ ০০:৫৯
Share:

চলছে স্নান। নিজস্ব চিত্র।

ভিড় জমতে শুরু করেছে সাগরে। পৌষ সংক্রান্তি উপলক্ষে ৭ জানুয়ারি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। তার কিছু দিন আগে থেকে প্রতি বছরই ভিড় জমে। তবে এ বার সংখ্যাটা কয়েক গুণ বেশি, জানাচ্ছেন স্থানীয় মানুষজন। এ বছর কুম্ভমেলা নেই বলেই ভিড় বাড়বে সাগর মেলায়, এমনটা অনুমান প্রশাসনের। কিন্তু সে অনুপাতে মেলার পরিকাঠামোর কাজ শেষ হয়নি। উন্মুক্ত জায়গায় চলছে শৌচকর্ম। পানীয় জলের অভাব আছে। আবর্জনা জমতে শুরু করেছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘‘মেলার আগে অত প্রস্তুতি নিতে সময় লাগবে। বাড়তি জলের ব্যবস্থা দফতর করতে পারে। কিন্তু আগে থেকে তা করার পরিকল্পনা আমাদের নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement