সাংসারিক অশান্তির জেরে স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। হাবরার নগরথুবা এলাকার এই ঘটনায় রবিবার রাতে পুলিশ গ্রেফতার করেছে গোপাল পাণ্ডে নামে একজনকে। পুলিশ জানিয়েছে, এগারো বছর আগে সুপর্ণা পাণ্ডের সঙ্গে বিয়ে হয়েছিল গোপালের। অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীকে সে নেশা করে মারধর করত। রবিবার সকালে সুপর্ণাকে তার স্বামী গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে বলেও অভিযোগ।